ধর্ষণ কোন ধর্মীয় অপরাধ নয়, কোন রাজনৈতিক অপরাধ নয়, ইহা একটি সামাজিক অবক্ষয় এবং একটি মানসিক রোগ। অনেকেই বলছেন এই ঘটনার সাথে ধর্ম কে যুক্ত করা হচ্ছে কেন? আমি বলছি, প্রতিদিনই কোথাও না কোথাও ধর্ষণ বা শ্লীলতাহানির মত ঘটনা ঘটছে। কয়টা ঘটনা আমাদের মনে দাগ কাটে? কিন্তু যখনি শুনি ধর্মান্তরিত হয়ে অথবা তিনবার কবুল কবুল কবুল করে কাবুলের আত্মঘাতী বোমা হামলার মত ধ্বংসের দিকে চলে যায় মেয়েটি, তখন মুখ বুঝে থাকা বড়ই কষ্ট। আরও শুনি, “ধর্ষণ করসে তো কি হইসে? বিয়া করা বউ তো! মুসলিম বানাইয়া সোয়াবের কাজ করছে।” এইসব সোয়াবের কাজ ভাই নিজের বোনের সাথে হইলে বুঝতেন। ভারতে যেখানে এক মেয়ের ধর্ষণের জন্য সারা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, আমরা সেইখানে সোয়াব গ্রহনে ব্যস্ত। আজকে যদি কোন মুসলিম মেয়ে কে ধরে হিন্দু ধর্মে ধমান্তরিত করে এক দিন ও ধর্ষণ করা হইত, তাইলে গোটা আরব বিশ্ব খবর হইয়া যাইত!! তখন কি সোয়াব হইত না। নাকি বিয়া করলেই চলে? যারে ইচ্ছা তারেই লাগাও, খালি বিয়া কইরা হালাল কর। তোরা কি পশু?
বনহুর ভাই—
কারো কারো
বনহুর ভাই—
কারো কারো লজ্জাবতী লতার পাতার ন্যায় সংবেদনশীল অনুভূতিতে আঘাত লাগব কিন্তু…
:মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
আস্তে আস্তে ধীরে ধীরে এইসব জীর্ণতাকে মুছে ফেলতে হবে আলোকছটায়!!
:অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি:
ৰ্ধম দিয়ে ৰ্ধষনকে জায়েজ করা ,
ৰ্ধম দিয়ে ৰ্ধষনকে জায়েজ করা , নতুন না অনেক পুরানো পন্থা । ঐগুলা আসলেই পশু ।
ধর্ম হচ্ছে প্রতিরক্ষা
ধর্ম হচ্ছে প্রতিরক্ষা বিষয়ক কনডম স্বরুপ , যতই যৌন মিলন করুন ভয় নাই, যদি না ফেটে যায় ।।
বি: দ্র: ধর্মান্ধ ভাইয়েরা মাইন্ড খাইয়েন না, এখানে শুধু আপনার একার ধর্মের কথা বলা হয় নাই , বরং সকল ধর্মকে উদ্দেশ্য করেই বলা হয়েছে ।।
হুম..……ভাববার বিষয়! !
হুম..……ভাববার বিষয়! ! !
কিন্তু দোষীটা আসলে কে?!?!
ধর্ম?? সমাজ?? না আমরা(মানুষ নামের দো-পেয়ে প্রাণীরা যারা নিজেদের স্ব-ঘষিত রীতিতে চলি? ? ?)
হুম।
*******************
স্বপ
হুম।
*******************
স্বপ্নগুলি এই ফাগুনে কৃষ্ণচূড়া হয়ে ফুটুক।
কথাগুলা সত্য
কথাগুলা সত্য
আমার বউ আমি লাগামু, যেমনে
সেই ছাগ মানবগুলা এই রীতিতে বিশ্বাসী