তোর বন্য ভালোবাসা আজ হন্যে হয়ে ঘুরছে পথে পথে
তোর রাত জাগা ভোর আর একলা দুপুর বেজায় আমার সাথে ।
তোর পথের মাঝে হাতের ভাজে জেগে থাকা স্বপ্ন কিছু
আজ আঁধারে মিলায় দুচোখে হারায় ছাড়বোনা তবু পিছু ।
এই বৃষ্টি রাতে প্রভাতপ্রাতে পাই যদি তোর দেখা
তুই স্বপ্নে হারা আঁধারে মিলা ভালোই আছি একা ।
ভালোবাসা যদি মনের নদীতে আজ হারায় হঠাত্ খুব
স্বপ্নবালিকা তবে কাছে আয়
দু’চোখে আজ স্বপ্ন সাজাই
ভালোবাসায় দেই ডুব ॥
সহজ, সুন্দর ও সাবলীল একটি
সহজ, সুন্দর ও সাবলীল একটি কবিতা।
একটা অনুরোধ করব, মাকে নিয়ে একটা কবিতা লিখে দিন। :ফুল:
স্বপ্নবালিকা তবে কাছে
স্বপ্নবালিকা তবে কাছে আয়
দু’চোখে আজ স্বপ্ন সাজাই
ভালোবাসায় দেই ডুব ॥
(No subject)
🙂
মাকে নিয়ে একটা লেখা আছে ।ঠিক
মাকে নিয়ে একটা লেখা আছে ।ঠিক আছে একটা দিবো-নগর সন্ন্যাসী
মোটামুটি ভাল ! আরো ভালো
মোটামুটি ভাল ! আরো ভালো লিখবেন আশা করি । শুভেচ্ছা থাকল :ফুল:
চেষ্টা করবো
চেষ্টা করবো
ভালো হয়েছে
ভালো হয়েছে
ধন্যবাদ
ধন্যবাদ
ভালোই
ভালোই
ধন্যবাদ
ধন্যবাদ
(No subject)
:ফুল:
(No subject)
:পার্টি: