ওই, হাতের মুঠো ছেড়ে ছড়ালো ওরা
মুঠোর ভেতর কেপেঁ উঠলো বংশ পরম্পরা!
ছিটকে এলো লাখো লাখো শুক্রাণু
সাদাটে তরল ছড়ালো রংধনু!
আমার সম্মুখে , মেঝেতে গড়াগড়ি
আমার মৃত সন্তানেরা ইতস্তত যায়।
ওই, হাতের মুঠো ছেড়ে ছড়ালো ওরা
মুঠোর ভেতর কেপেঁ উঠলো বংশ পরম্পরা!
ছিটকে এলো লাখো লাখো শুক্রাণু
সাদাটে তরল ছড়ালো রংধনু!
আমার সম্মুখে , মেঝেতে গড়াগড়ি
আমার মৃত সন্তানেরা ইতস্তত যায়।
পেছনে তাদের পিতার নির্মম মাড়ি
হাসি ছড়ায় হস্তমৈথুনের সফলতায়!
চোখ বুজে আসে নির্লিপ্ত সুখে
চোখ পড়ে না মৃত সন্তানের মরামুখে।
হয়তো ওরা ভাবে , পরজনমে দেখে নেবে ওরা।
আমার; আমাদের মৃত সন্তানেরা।
সন্ধি মুহিদ
২০১২
বেশ।
বেশ।
(No subject)
🙁
:মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি:
অসাধারন বিষয় আর অসাধারন
অসাধারন বিষয় আর অসাধারন বর্ণনা । চমৎকার লাগল কবিতা টা :থাম্বসআপ:
অসাধারন
অসাধারন