কিশোরী আসে লাল জামা পরে ধীরে
মুখ তার অবনত, বসে সুস্থির
এবং তাকায় আনত চোখে, লাজুক হাসি (একটু)
ভালোতো? জিজ্ঞাসিলে উত্তরে।
কিশোরী বই খোলে এগিয়ে দেয় গণিত
হোমওয়ার্ক, আঁকিবুঁকি, খাতাপত্তর;
কিশোরী আসে লাল জামা পরে ধীরে
মুখ তার অবনত, বসে সুস্থির
এবং তাকায় আনত চোখে, লাজুক হাসি (একটু)
ভালোতো? জিজ্ঞাসিলে উত্তরে।
কিশোরী বই খোলে এগিয়ে দেয় গণিত
হোমওয়ার্ক, আঁকিবুঁকি, খাতাপত্তর;
সব করেছ, সব? ভালো, জবর!
কে জানে কেন, ঠোঁট কাঁপে তার তর-তর!
মাঝে-সাঝে কিশোরী আনমনা
গালে হাত, দাঁতে কাটে নখ;
কিশোরী ক্লান্ত ভীষণ (যেন)
চিবুকের তলে একফোঁটা ঘাম ঝকমক।
যুবক ক্লান্তিহীন ফুটছে টগবগ
তেজি ঘোড়া; বুঝেছ, বুঝেছ সব?
প্রাণিত দারুণ, মুখে জ্ঞানের খৈ
হাসে কিশোরী মিটি মিটি; পরিবেশ?
তা- থৈ- থৈ!
তারা দুজন আর মাঝে গনিতের ধ্রুমজাল
সরিয়ে যুবক বলে, আনো ব্যাকরণ-গ্রামার
তাও হল, আর কিছু রয়েছে কি বাকি?
দু’চরন পদ্যও, যুবক দেয়না তো ফাঁকি!
চমৎকার সবকিছু, সুরভিত কস্তূরী
পড়ায় যুবক আর পড়ছে কিশোরী।
মাইরিইইইই বেশ।
মাইরিইইইই বেশ।
ধন্যবাদ।
ধন্যবাদ। 😀
চমৎকার সবকিছু, সুরভিত
চমৎকার সবকিছু, সুরভিত কস্তূরী
পড়ায় যুবক আর পড়ছে কিশোরী…… ভাল লিখেছেন, চমৎকার লাগলো ।।
ধন্যবাদ।
ধন্যবাদ।
ঝালমুড়ির স্বাদ ভালই
ঝালমুড়ির স্বাদ ভালই :হাসি: :হাসি:
বানানোটা তাইলে খারাপ হয়নি
বানানোটা তাইলে খারাপ হয়নি বলছেন! :হাসি:
ভালো লিখসেন…।
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ভালো লিখসেন…।
(No subject)
😀 😀 😀
না, কোবতেতেও ফাকি নেই
না, কোবতেতেও ফাকি নেই
হা হা হা। চমৎকার লাগিল, পার্থ
হা হা হা। চমৎকার লাগিল, পার্থ ভাগিল