১৯২১ সাল,
আলবার্ট নিউইয়র্কে, জাহাজ সবে মাত্র বন্দরে পৌঁছেছে।
সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলঃ
-আমেরিকা যুক্তরাষ্ট্র কেমন লাগছে আপনার ?
= এখনোতো মাটিতেই পা রাখলাম না।
-আপনার আপেক্ষিকতা বাদ শুনে মেয়েরা এমন উত্সাহবোধ করে কেন?
=মেয়েরা ফ্যাশান পছন্দ করে। আর এ বছরের ফ্যাশান আপেক্ষিকতা বাদ
আচ্ছা মুন্নি সাহা যদি এ সাক্ষাত্কারটা নিত, তাহলে কি প্রশ্ন করত?
১৯২১ সাল,
আলবার্ট নিউইয়র্কে, জাহাজ সবে মাত্র বন্দরে পৌঁছেছে।
সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলঃ
-আমেরিকা যুক্তরাষ্ট্র কেমন লাগছে আপনার ?
= এখনোতো মাটিতেই পা রাখলাম না।
-আপনার আপেক্ষিকতা বাদ শুনে মেয়েরা এমন উত্সাহবোধ করে কেন?
=মেয়েরা ফ্যাশান পছন্দ করে। আর এ বছরের ফ্যাশান আপেক্ষিকতা বাদ
আচ্ছা মুন্নি সাহা যদি এ সাক্ষাত্কারটা নিত, তাহলে কি প্রশ্ন করত?
– টিভি ক্যাম্যারার সামনে এসেআপনার অনুভুতি কী?
-আমি আপেক্ষিকতা বাদ বুঝিনা আর বুঝতেও চাই না। একটু আপনারআপেক্ষিকতা বাদ যদি বুঝিয়ে বরতেন?
=আ… … … আপেক্ষিকতা হল …
:- আচ্ছা আপেক্ষিকতা দিয়ে কী তরকারি রান্না করা যায়? না সালাদ?
:- এই ধরনের সালাদ বা তরকারির কথাতো আগে কখনো শুনি নি? নিশ্চই ভাবি তৈরি করে ছিল?
:-আপেক্ষিকতা টা আসলে খেতে কেমন?
=আসলে আপেক্ষিকতা তো খাওয়ার জিনিস না
:- ও বুঝেছি এইটা শো পিছ।
=আমাকে তো বলেতেই দিলেন না
:- ও হ্যাঁ। আপেক্ষিকতাটা যেনকি?
এক মিনিট সুময়
:- প্রিয় দর্শক আজ আমাদের সাথে ছিলেন বর্তমান কালের শ্রেষ্ট পদার্থ বিজ্ঞানি আপেক্ষিকতা বাদের আবিষ্কারক আলবার্ট আইন্টাইন
তিনি এতক্ষন তার ব্যক্তিগত পারিবারিক বিষয় আমাদের সাথে শেয়ার করলেন।
ধন্যবাদ স্যার আপনাকে
=আমাকে তো বলারই সুযোগ দিলে না 🙁
(No subject)
:হাহাপগে:
বাঘে ছুঁইলে ১৮ ঘা আর মুন্নি
বাঘে ছুঁইলে ১৮ ঘা আর মুন্নি ছুঁইলে ১১৮ ঘা 😀
আর কত ??? ভাই মুন্নিরে
আর কত ??? ভাই মুন্নিরে আল্লারস্তে মাফ করেন ।।
মুন্নিরে আর বদনাম কইরেন না।
মুন্নিরে আর বদনাম কইরেন না। ডিরেক্ট সালমান খান কিকিন্তক চইলা আইব
সব মন্তব্যের উত্তরঃ
কিছু কিছু
সব মন্তব্যের উত্তরঃ
কিছু কিছু কারণে মুন্নিকে ভাল লাগে। শুধু মুন্নিই না বন্ধ হয়ে যাবার আগের একুশে টিভির সকল সংবাদ কর্মীদেরকেই ভাল লাগে। আর এ ধরনের লোক গুলো যদি তাদের আচরন দ্বারা বিতর্কের সৃষ্টি করে তাহলে তাদের কে শোধরানোর দ্বায়িত্ব্যও আমাদেরই