মনে আছে তোর?
বছর খানেক আগেকথা,
শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠানে দেখা হিয়ে ছিল আমাদের?
মনে আছে?
আমি রূদ্র মোহাম্মদ শহীদুল্লাহর
বাতাসে লাশের গন্ধ কবিতাটি আবৃত্তি করলাম।
তুই করলি আবার আসিব ফিরে কবিতাটি ,
মনে নেই?
মনে আছে তোর?
বছর খানেক আগেকথা,
শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠানে দেখা হিয়ে ছিল আমাদের?
মনে আছে?
আমি রূদ্র মোহাম্মদ শহীদুল্লাহর
বাতাসে লাশের গন্ধ কবিতাটি আবৃত্তি করলাম।
তুই করলি আবার আসিব ফিরে কবিতাটি ,
মনে নেই?
তোর সংগঠনের পক্ষ থেকে কথা বলতে আসলি তুই,
কথা শেষ করলি একটা উক্তি দিয়ে?
ঐ যে, এপিটাফ নিয়ে–
“Every phrase and every sentence
Is an end and a beginning.
Every poem an Epitaph.”
মনে নেই তোর?
আমিও ভুলে গিয়েছিলাম।
গতকাল জখন সেমেটারিতে গিয়ে দেখলাম
ক্যাথরিন ডিসুজা নামের নিচে কথা গুলি লেখা,
তখন তোকে খুব মিস করলাম।
না বলে এভাবে কেউ চলে যায়?
একটিবারের জন্যও বিদায় নিলি না?
এপিটাফের কালো অক্ষর গুলোতেই শুধুশুধু
নিজের মনের কথা টুকু বলে গেলি?
মনের কথা আজ আর কাউকে বলি না
মাঝে মাঝে বিড়বিড় করি–
“Every phrase and every sentence
Is an end and a beginning.
Every poem an Epitaph.”
বিদায় সব সময়ই কষ্টকর ।।
বিদায় সব সময়ই কষ্টকর ।।
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
(No subject)
:তালিয়া:
(No subject)
:-B
হুমম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্
হুমম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্ম।ভালো হয়েছে ।