জাতির বিবেকের কাছে একখান কোশ্চেন-
“আচ্ছা দাদা, এই মেহেজাবিনরাও তো হাগু করে। নাকি বলেন…?!”
নাহ! ব্যাপারটা কেন যেন মানতে পারছি না দাদা। ওদের জন্য আলাদা কোন ব্যবস্থা থাকলে ভাল হত।
সে যাকগে, কাজের কথায় আসি। এ ক’দিন মেহেজাবিনকে নিয়ে বহুত সার্কাস দেখলাম। যত পদ তত মত।
তা দাদারা কি বেমালুম ভুলে গেলেন, দিন শেষে এই মেহেজাবিনদের নিয়েই স্বপ্ন দেখবেন। কে জানে, দোষ ও হয়ে যাবে হয়তো!!
তুমি এত্তগুলা পঁচা……!!!!
কথাটা নিঃসন্দেহে হাস্যকর। লুতুপুতু টাইপ।
তা দাদা, মেহেজাবিনরা তো লুতুপুতুই হবে, নাকি? আচ্ছা, এমন বললে কেমন হত-
জাতির বিবেকের কাছে একখান কোশ্চেন-
“আচ্ছা দাদা, এই মেহেজাবিনরাও তো হাগু করে। নাকি বলেন…?!”
নাহ! ব্যাপারটা কেন যেন মানতে পারছি না দাদা। ওদের জন্য আলাদা কোন ব্যবস্থা থাকলে ভাল হত।
সে যাকগে, কাজের কথায় আসি। এ ক’দিন মেহেজাবিনকে নিয়ে বহুত সার্কাস দেখলাম। যত পদ তত মত।
তা দাদারা কি বেমালুম ভুলে গেলেন, দিন শেষে এই মেহেজাবিনদের নিয়েই স্বপ্ন দেখবেন। কে জানে, দোষ ও হয়ে যাবে হয়তো!!
তুমি এত্তগুলা পঁচা……!!!!
কথাটা নিঃসন্দেহে হাস্যকর। লুতুপুতু টাইপ।
তা দাদা, মেহেজাবিনরা তো লুতুপুতুই হবে, নাকি? আচ্ছা, এমন বললে কেমন হত-
“ ঐ বান্দি** পোলা, তুই যে কত্তো বড় মাদারচো** হেইডা কিন্তু জাইনা ফালাইছি। আবার যদি লুলাইতে আহোস নলি খুইল্লা হাতে ধরাইয়া দিমু কইলাম…!!!”(খাইয়া ফালামু টাইপ ইমো হবে একটা)
আজ্ঞে দাদা, এখন কি শুনতে মন-মতো হয়েছে??!!
সোহরাওয়ার্দি উদ্যানে গাঁজার কল্কী হাতে মেহেজাবিনরা দৌড়াদৌড়ি করছে আর খিস্তি-খেউরি করে বেড়াচ্ছে, দৃশ্যটা একটু কল্পনা করেন তো। মাইরি বলছি দাদা, খাসা হত কিন্তু!!
আচ্ছা দাদা, কিছু মনে না করলে দুখান কথা বলি।
ঐসব মেয়েরা কেবল কামনার উদ্রেক করে, প্রেম না। ওদের নিয়ে সন্ধ্যা বেলায় ঝোপে-ঝাড়ে ঢুকতে ইচ্ছা হয়, বিয়ে করতে না।
আমরা পুরুষ জাতিটাই এমন। ভোগ করতে চাই বখে যাওয়া ফতুয়া-গার্লদের, আর ভালবাসতে কিংবা বিয়ে করতে চাই লুতুপুতু মেহেজাবিনদের।
কি দাদা… এবার কিছু বোঝা গেল??!!
(No subject)
:হাহাপগে: :বুখেআয়বাবুল: :টাইমশ্যাষ:
(No subject)
:আমারকুনোদোষনাই: :আমারকুনোদোষনাই:
(No subject)
:হাহাপগে:
(No subject)
:আমারকুনোদোষনাই: :আমারকুনোদোষনাই: :আমারকুনোদোষনাই:
বেক্কল।
বেক্কল।
হুম…। অনেকেই বলে…
হুম…। অনেকেই বলে… :ভাবতেছি: :ভাবতেছি:
আর কতো…।।
এবার
আর কতো…।। :ঘুমপাইতেছে: :ঘুমপাইতেছে: :ঘুমপাইতেছে: :ঘুমপাইতেছে:
এবার থামেন, মেহেজাবিনকে নিয়ে লেখা। ফেসবুক তো ভরে গেছে। :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি:
সবাই দেখলাম দিল্লিকা লাড্ডু
সবাই দেখলাম দিল্লিকা লাড্ডু কামড়াইতাছে…। আমিও লোভ সামলাইতে পারলাম না… :লইজ্জালাগে: :লইজ্জালাগে:
(No subject)
:দেখুমনা: :দেখুমনা: :ঘুমপাইতেছে: :ঘুমপাইতেছে:
বোঝা গেল।
বোঝা গেল।
(No subject)
:ভাবতেছি:
দাদা এবং দিদি মনিরা, তেড়ে
দাদা এবং দিদি মনিরা, তেড়ে আসার আগেই বলে নিচ্ছি – লেখক “ফতুয়া-গার্ল” শব্দটি প্রতীকী অর্থে ব্যবহার করেছে। কারো ব্যাক্তিগত পোশাক পরিচ্ছদ নিয়ে কটূক্তি করার হিডেন মোটিভ এখানে নাই। তবুও কেউ কোন সন্দেহের আলামত পেয়ে থাকলে সম্পূর্ণ নিজ দায়িত্বে… :-B :-B :-B
অবশেষে ‘মেহেজাবিন.’ ও লিখার
অবশেষে ‘মেহেজাবিন.’ ও লিখার বিষয় হয়ে গেল?
:ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :টাইমশ্যাষ: :টাইমশ্যাষ: :টাইমশ্যাষ: :টাইমশ্যাষ: :টাইমশ্যাষ: :টাইমশ্যাষ: :টাইমশ্যাষ: :টাইমশ্যাষ: :টাইমশ্যাষ:
(No subject)
:মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
(No subject)
:হাহাপগে: :থাম্বসআপ: :বুখেআয়বাবুল: