আমার বয়স মাত্র দুই
দিন কয়েক ঘন্টা ।
একেবারেই নবজাতক ।
হাত-পা তুলতুল
করতেছে ।এটাই আমার
প্রথম কান্না ।
আমার বয়স মাত্র দুই
দিন কয়েক ঘন্টা ।
একেবারেই নবজাতক ।
হাত-পা তুলতুল
করতেছে ।এটাই আমার
প্রথম কান্না ।
নবজাতকের প্রথম
কান্না সব প্রিয়জনের
কাছেই তো মধুর
লাগে,আমারটাও
লাগবে তো?
নাকি হামাগুড়ি দেওয়ার
আগেই,শক্তপোক্ত
হওয়ার আগেই ময়লার
ঝুড়িতে ফেলে দিবেন?
ব্লগিং জগতে যেহেতু
নতুন আসলাম সেহেতু
একটু নবীন বরণ
তো আবদার করতেই
পারি ।অন্তত
একটা রজনীগন্ধার
স্টিক
তো প্রাপ্য,নাকি তাও
দিবেন না?
না দিলে নাই,জোর
করে শাকিব খানও
ভালবাসা পায় নাই ।
শেষ পর্যন্ত ‘ভাত
দিবি না লাথি খাবি’
বলে মেজাজ
দেখিয়েছে ।কিন্তু
এখানে মেজাজ
দেখানোর জো আমার
নেই ।নামটাই যে আমার
‘ভদ্রলোক’ তাই নিপাট-
নিরেট ভদ্রলোক
হয়েই থাকতে চাই ।
মনোযোগী শ্রোতা,
জনপ্রিয় হওয়ার
উদ্দেশ্য নাই ।পাঠক
হিসেবেই থাকতে চাই ।
আশা করি ভুল
ক্রটি হলে ক্ষমা
সুন্দর
দৃষ্টিতে দেখবেন,
ভুলগুলো ধরিয়ে
কানমলা দিয়ে দিবেন ।
বিতর্ক করার মত
জ্ঞান আমার নেই ।
তাই ও
লাইনে গিয়ে নিজের
আনাড়িত্ব প্রকাশের
মানে নেই ।
আর হ্যাঁ যাবার বেলায়
খালি হাতে যাবেন
না কিন্তু! কিছু
তবারকের
ব্যবস্থা করা হয়েছে ।
গরীবের জ্ঞান-
বুদ্ধি কি বা দেওয়ার
আছে বলেন! সামান্য
বাতাসা, নিয়ে যাবেন ।
একটু শুভ কামনাও
জানিয়েন ।
হুদাই লাগল
হুদাই লাগল
কবিতার মত করে এটা কি লিখছেন?
কবিতার মত করে এটা কি লিখছেন?
এটা কি????????????
এটা কি????????????
প্রারম্ভিক আত্মপরিচয় সমাচার”
প্রারম্ভিক আত্মপরিচয় সমাচার” নাকি?
মোবাইল থেকে লেখা এজন্য কবিতার
মোবাইল থেকে লেখা এজন্য কবিতার মতো মনে হচ্ছে ।চামে যদি কবিতা লেখক হয়ে যাই খারাপ কি!? 😛
ইষ্টিশন এ স্বাগতম ।
ইষ্টিশন এ স্বাগতম ।
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ
(No subject)
:ফুল:
ব্লগিংয়ের পরিভাষায় বা
ব্লগিংয়ের পরিভাষায় বা লিখালিখির জগতে ভুল হচ্ছে আপেক্ষিক…
কেউ লিখালিখি জনপ্রিয়তার জুন্যে করে না, তবে অনেক লিখে জনপ্রিয় হয়েছে!!
এতে দোষের কিছু নাই! আপনাকে স্বাগতম…
যুক্তি – মেধা – মননের উৎকর্ষের জন্যে লিখবেন আশা করি!!
স্বাগতম ।।
স্বাগতম ।।