এই তুমি কি সেই তুমি?
যে কী না, আলিঙ্গনের পর কেঁদেছিলো
আলিঙ্গনের সময় আমার চোখ দেখতে পায়নি বলে।
এক মুহূর্ত চোখের আড়াল হতে দাও নি।
প্রতিটি নিঃশ্বাসের আওয়াজ কান পেতে শুনেছো।
আমার দেহের উত্তাপ তোমার ত্বকের ভাঁজে ভাঁজে।
এই তুমি কি সেই তুমি?
যে কী না, আলিঙ্গনের পর কেঁদেছিলো
আলিঙ্গনের সময় আমার চোখ দেখতে পায়নি বলে।
,
এক মুহূর্ত চোখের আড়াল হতে দাও নি।
প্রতিটি নিঃশ্বাসের আওয়াজ কান পেতে শুনেছো।
আমার দেহের উত্তাপ তোমার ত্বকের ভাঁজে ভাঁজে।
,
সেই তুমি আজ কীভাবে পারো
আমাকে কষ্ট দিতে?
,
জানি, এখনো আমায় নজরে রেখেছো।
,
আমি অনুভব করতে পারি তোমাকে।
তোমার প্রেম-বঞ্চিত আত্মা হয়ে-
আমার চারপাশে দিন রাত ঘুরঘুর করা।
,
এবার আমায় মুক্তি দাও
আমি তোমায় ভুলতে চাই।
তোমার মৃত্যুর পর নতুন যে এসেছে
তাকে একটু সুখ দিই। একটু। প্লিজ।
,
মুক্তিদান
,
সন্ধি মুহিদ
২৮/৫/১৩
ভালো ।।
ভালো ।।
ভাল লাগলো, চলুক এমন লিখা।
ভাল লাগলো, চলুক এমন লিখা।
“” তোমার মৃত্যুর পর নতুন যে
“” তোমার মৃত্যুর পর নতুন যে এসেছে
তাকে একটু সুখ দিই। একটু। প্লিজ।””
সরল অনুরোধ।
.
.
ভাল লাগল
ভাল লাগল :ফুল:
হুমম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্
হুমম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্ম।