ভালোবাসার জন্য ভালোবাসিনি
ভালোবেসে ভালোবেসেছি।
হঠাত্ রোদ, মেঘ, ব্ ষ্টি বা জোয়ার হয়ে
এসে না আসার জন্য আসিনি।
অবিশ্বাস শুষে বা কথামালায় পিষ্ঠ করে
বিশ্বস্ত হবার জন্য বিশ্বাস করিনি।
বুকের চাদর বা কোমর ফিতা ছুয়ে
ভালোবাসার জন্য ভালোবাসিনি
ভালোবেসে ভালোবেসেছি।
হঠাত্ রোদ, মেঘ, ব্ ষ্টি বা জোয়ার হয়ে
এসে না আসার জন্য আসিনি।
অবিশ্বাস শুষে বা কথামালায় পিষ্ঠ করে
বিশ্বস্ত হবার জন্য বিশ্বাস করিনি।
বুকের চাদর বা কোমর ফিতা ছুয়ে
চুম্বনে ক্লান্ত রাখার জন্যই কাছে আসিনি।
আমাদের আলো নিভার পর
র্নিঘুম ট্রেনের আলো হয়ে
হাতের মাঝে পা রেখে
সহজ স্পর্শে ঝড় তোলার জন্য কাছে আসিনি।
প্রতিটি রাত নখ ছুয়ে
প্রতিটি রাত কাছে দূরে থেকে
প্রতিটি ক্ষন দ্ ষ্টি সীমানায় থাকার জন্যই কাছে এসেছি।
ভালোবাসার জন্য ভালোবাসিনি
ভালোবেসেই ভালোবেসেছি।।
কবিতায় ভালবাসা প্রেম ছাড়াও
কবিতায় ভালবাসা প্রেম ছাড়াও বিষয়ে আরও বইচিত্র আনার চেষ্টা করেন। আপনি কবিতায় যে ভালবাসার কথা বলেছেন তা খুব বেশি ডেভাইন লাভ বা জ্যামেতিক ভালবাসা, প্রেম তো আরও মানবিক বিষয়।
তুমি-আমি টাইপ কবিতা না
তুমি-আমি টাইপ কবিতা না দাহকালের সমাজ পরিবর্তনের জন্যে লিখুন…
এই তুমি-আমি লিখার জন্যে অনেক লোকই আছে আমরা ব্লগে কলম ধরেছি কূপমণ্ডুকতা থেকে দেশকে রক্ষা করতে (আমি মনে করি…)
দেশ স্থিতিশীল হলে সবই লিখা যাবে!! :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি:
যদিও আপনার মন্তব্য কনফিউজিং
যদিও আপনার মন্তব্য কনফিউজিং তবুও আমলে নিলাম।
তবে একটু ক্লিয়ার করবেন কি যে বৈচিত্রটা ঠিক কোন জায়গায় আনবো?
প্রেম/ভালোবাসার বাইরে যাবো? না ডিভাইন/জ্যামিতিক থেকে মানবিক হবো?
(No subject)
:টাইমশ্যাষ:
হুম।
হুম।
@বিপ্লবের দানা
বুজলাম
@বিপ্লবের দানা
বুজলাম না…
@আশরাফুল করিম চৌধুরী
ধন্নবাদ
হুম, প্রেম ভালবাসা নিয়ে লিখলে
হুম, প্রেম ভালবাসা নিয়ে লিখলে তা আরও মানবিক করবেন, তাতে কাম আসবে, কমন উপমার পরিবর্তন, এই সব। অন্য বিষয় নিয়েও লিখতে পারেন। তবে আপনার ভাললাগার বাইরে গিয়ে আমি যা বলছি তা শোনার প্রয়োজন নেই। আপনার কবিতা আপনার মনের খেয়াল।
কবিতা ভাল হয়েছে । লিখতে থাকুন
কবিতা ভাল হয়েছে । লিখতে থাকুন । :ফুল:
ভালো কবিতা । পড়ে ভালো লাগলো ।
ভালো কবিতা । পড়ে ভালো লাগলো । লিখতে থাকুন ।
ধন্যবাদ
ধন্যবাদ
(No subject)
:থাম্বসআপ:
ধন্যবাদ
ধন্যবাদ :ফুল:
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ধন্যবাদ
ধন্যবাদ :ফুল: