কালকেই প্রথম এই ব্লগের সাথে যুক্ত হলাম।বাসে ছিলাম তখন,চিন্তা করলাম একটা পোস্ট দিয়ে দেই।যেই ভাবা সেই কাজ,একটা পোস্ট লেখলাম,কিন্তু প্রকাশ করতে গিয়েই ব্যাটারী ডাউন।যাহোক,এই নিকের নাম কেন ক্যাপ্টেন কারিজাস রাখলাম সেটাই বলে ফেলি,”আজ থেকে বছর পাঁচেক আগে পান্জেরী প্রকাশনী কিছু বিশ্বখ্যাত কিশোর ক্লাসিক বের করেছিল,সেখানে রুডিয়ার্ড কেপলারের ক্যাপ্টেন জারিজাস বইটিও ছিল।জীবনের ১৬টি বছর একটি বাসায় একটি কক্ষে একা কাটানো ছেলের কাছে স্বভাবতই ভালো লাগেনি অন্যান্য বইয়ের তুলনায়!!কিন্তু পরে সে যখন উচ্চশিক্ষার্থে ঢাকায় পড়তে আসে,যেখানে তার আপন বলতে ওইভাবে ঠিক কেউ ছিলনা।যার ঢাকায় এসে বাস স্টপেজে নামলেই হাত পা ঠান্ডা হয়ে যেত।যে শাহবাগ দিয়ে ভার্সিটি যাওয়ার সময় পথ ভূলে যাদুগরের পাশ দিয়ে সোজা কাটাঁবনের দিকে চলে যেত,(তখন তার অসহায়ত্ব ছিল দেখার মতো ছিল)।সে যখন পুনরায় বাড়ি ফিরে বইটির পুর্নপাঠ নেয় তখনই বাস্তবতাটা উপলদ্ধি করে যে,একজন ধনীলোকের সন্তানের জেলে হয়ে সাগরে কাটানো কিছুদিনের ব্যাপারটা কারিজাস হতেই পারে এবং সেটা খুব ভালোভাবেই।ঠিক তেমনি আজ প্রায় দেড় বছর ঢাকায় থাকা,ঢাকাকে সম্পূর্ণ একা একা চিনে নেয়া,মেস গণরুমের সাথে খাপ খাওয়ানো ও কারিজাসের ব্যাপার।তাই রাখলাম ক্যাপ্টেন কারিজাস
আই আই ক্যাপ্টেন
আই আই ক্যাপ্টেন 😀
ইস্টেশনে স্বাগতম ।।
ইস্টেশনে স্বাগতম ।।
স্বাগতম ক্যাপ্টেন।
স্বাগতম ক্যাপ্টেন। :ফুল:
স্বাগতম । আমি ও নতুন গত
স্বাগতম । আমি ও নতুন গত পরশু জয়েন করেছি।
রাতে পোস্ট লিখতে গিয়ে আমার মোবাই রিস্টার্ট নিয়েছিল । :থাম্বসআপ:
ধন্যবাদ।আমার ক্ষেত্রে চার্জ
ধন্যবাদ।আমার ক্ষেত্রে চার্জ শেষ হয়ে যাওয়ায় পোস্ট টি আর দেয়া হয়নি।বিষয়টা বিতর্কিত তাই দেব কিনা ভাবছি।
ক্যাপ্টেন কারিজাস স্বাগতম
ক্যাপ্টেন কারিজাস স্বাগতম একটু লেট করে দিলাম :ফুল: :ফুল:
ধন্যবাদ
ধন্যবাদ
(No subject)
:ফুল:
ধন্যবাদ
ধন্যবাদ