ব্লগে আমার প্রথম অভিজ্ঞতাটা বেশ বাজে হল। ঘুমাতে যাওয়ার আগে ভাবলাম ব্লগে প্রথম পোস্টটা দিয়েই যাই। অনেকদিন লিখি লিখি করেও লেখা হচ্ছিলনা অলসতার কারনে। নিজের পরিচিতি টাইপ কিছু একটা পোস্ট দিয়ে সবার সাথে পরিচয় হওয়াটাই ছিল মূল লক্ষ্য। তবে ইস্টিশন ব্লগ এর টেকনিক্যাল জটিলতা আমাকে আমার লক্ষ্যে পৌছাতে দিল না। আমি জাস্ট টেস্ট করার জন্য কয়েকটা শব্দ লেখার পর প্রিভিউ দেখার জন্য প্রাক-প্রদর্শন বাটনে চাপ দিলাম। ৫০ শব্দের কমে পোস্ট দেখা যাবে না এই কারনে একই জিনিস কপি করে পেস্ট করলাম বেশ কয়েকবার। আর এরপরে সংরক্ষণ বাটনটাকে ড্রাফট এর অনুরূপ মনে করে ক্লিক করলাম আর সাথে সাথেই বুঝতে পারলাম যে এটা পোস্ট হয়ে গেছে। তড়িঘড়ি করে শতবার খুঁজেও ডিলিট টাইপের কোন বাটন খুজে পেলাম না। আর এর বিনিময়ে আমাকে কিছু কটু কথা শুনতে হল। যাই হোক, আমার মনে হয় ব্লগের টেকনিক্যাল বিষয়গুলিকে আরেকটি আধুনিকায়ন করলে বেশ ভাল হত। তাহলে আমাকে শুরুতেই এই হোঁচটটা খেতে হত না। শুরুটা খারাপ হলেও আশা করি পরবর্তিতে আর সমস্যা হবে না।
যাই হোক, যদিও আর আলাপ জমানোর মুডে এখন আর নাই তারপরেও নিজের সম্পর্কে হাল্কা খানিকটা বলেই শেষ করছি। আমি ফয়সাল, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে পড়ছি, সাংবাদিকতা নিয়ে পড়লেও ফিল্ম নিয়েই আগ্রহ বেশি। ফটোগ্রাফি ভালবাসি। কার্টুন আঁকি মাঝে মাঝে। মনের মধ্যে আছে ফিল্ম বানানোর বিরাট একটা স্বপ্ন।
আর কিছু লিখতে ভাল লাগছে না। মুড খারাপ। যাই হোক পরে আরো আলাপ হবে। শুভ রাত্রি।
(No subject)
:মাথানষ্ট:
(No subject)
:-B
Ei obosthay amar khali mone
Ei obosthay amar khali mone hoy UNDO button nai ken???
ঠিক বলছেন
ঠিক বলছেন
এক অর্থে ভাল হলো, প্রথমেই
এক অর্থে ভাল হলো, প্রথমেই হোচট।
:মাথাঠুকি:
হয়তো।
হয়তো।
হুম।
হুম।
খুব বেশিদিন না আমার ব্লগ
খুব বেশিদিন না আমার ব্লগ বয়েস, তারপরেও এই অল্প সময়ে কমকিছু দেখিনি। ব্লগে একসময় এই ডিলিট করার অপশন ছিলো কিন্তু ব্লগারগণ নিজেদের পোস্ট মুছে ফেলাতে সেই সুবিধা ব্লগ কর্তৃপক্ষ হরণ করে নেয়। এর কারণ হিসেবে দেখানো হয়, পোস্টে যদি লেখাই না থাকে তাহলে পোস্টের মন্তব্যসমূহ পড়ে কিছুই বোঝা যায় না।
সে যাই হোক ঠেকে শেকার মজাই আলাদা।
ঠেকে শেখার মজাই আলাদা
😀 ঠেকে শেখার মজাই আলাদা
পোস্ট ডিলিট করার অপশন না
পোস্ট ডিলিট করার অপশন না রাখাই ভালো। কারন, কিছু কিছু দায়িত্বজ্ঞ্যানহীন মানুষ আছে, যারা কিছু হইলেই পুরাতন পোস্ট ডিলিট করে ফেলে। কিন্তু একটা পোস্টের সাথে যে অসংখ্য ব্লগারের মন্তব্যও মুছে যায় সেটা বিবেচনায় রাখে না। আমি মনে করি এটা ওইসব ব্লগারদের প্রতি অসম্মান দেখানো। এইজন্যই অনেক ব্লগেই আজকাল পোস্ট ডিলিট করার ক্ষমতা মডারেশন প্যানেলের হাতে রাখা হয়েছে। পুর্বের কিছু তিক্ত অভিজ্ঞতা থেকেই কথাগুলো বললাম। ইস্টিশনে আপনার ব্লগিং আনন্দময় হোক, স্বাগতম। :গোলাপ:
ধন্যবাদ
ধন্যবাদ 😀
ব্লগে স্বাগতম ! এই হোচট
ব্লগে স্বাগতম ! এই হোচট খাওয়াগুলোও কিন্তু কাজে দেবে ।
আশা করি
আশা করি :খুশি:
ঝামেলাতে পড়ছেন দেইখা এক দিক
ঝামেলাতে পড়ছেন দেইখা এক দিক দিয়া সুবিধা হইছে । অনেক ব্লগার এর সাথে এক পোস্ট এ পরিচিতি বেশি হইছে । শুভেচ্ছা রইল । :ফুল:
তাইতো মনে হচ্ছে। ধন্যবাদ
তাইতো মনে হচ্ছে। ধন্যবাদ 😀
ভাই ,, মুড টা ভালো হবার
ভাই ,, মুড টা ভালো হবার পরই না হয় পোষ্ট টা দিতেন , যাই হোক আমিও মুড খারাপ করে আপনাকে অভিনন্দন জানালাম ।।