মাখনের মাঝখানে ছুরির মতোন
মধ্যরাত কাটে আমার।
ভাবনাবহুল কিছু ভুল
আর পরাজিত সব পাপ
মাখনের মাঝখানে ছুরির মতোন
মধ্যরাত কাটে আমার।
ভাবনাবহুল কিছু ভুল
আর পরাজিত সব পাপ
এসে চুমু খায় যেন ছুরির অগ্রভাগে,
জেগে ওঠে বুকের যত বুনো বাসনা শুধু
নিস্ফল কোনও রাগে,
যেন মানবতা গোঙায় গোরস্থানে
অর্ধমৃত অসম্মানে……
দণ্ডিত দেহের দাফন শেষে শবযাত্রার সঙ্গী হয়ে
ফিরে আসে আপন ঠিকানায় এক অতৃপ্ত অপকর্ম,
বিতাড়িত কোনও গৃহপালিতের মতোন
উচ্ছিষ্ট হাড় চাটে অভুক্ত অনুভবে,
সোনালি স্মৃতিরা আমার।
সরীসৃপের সঙ্কীর্ণ পথরেখার মতোন পড়ে থাকি পাপবিদ্ধ
অশ্লীল অসঙ্কোচে আর বিবশ-ব্যথায়
বার্ধক্যের বৃদ্ধাঙ্গুলি জড়িয়ে
বোধ আর ব্যাধিকে জানাই জঠর ও জননের ইতিহাস।
সর্ব-সত্ত্ব সংরক্ষনঃ সেরিব্রাল ক্যাকটাস।।
পত্থম দুই প্যারা
পত্থম দুই প্যারা ভাল্লাগেনাই।
কিন্তু
শেষ প্যারাটা অদ্ভুত সুন্দর হইসে। :-B
ভালো লাগছে
ভালো লাগছে :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
সরীসৃেপর সীণ পথরখার মতান পড়
কঠিন
সরীসৃপের সঙ্কীর্ণ পথরেখার
কঠিন
“” বোধ আর ব্যাধিকে জানাই জঠর
“” বোধ আর ব্যাধিকে জানাই জঠর ও জননের
ইতিহাস।””
বেশ ভালো।
বেশ ভালো।
(No subject)
:তালিয়া: :তালিয়া:
চমৎকার ।।
চমৎকার ।।
অসাধারন লাগল কবিতা টা
অসাধারন লাগল কবিতা টা :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
চমত্কার সৃষ্টি
চমত্কার সৃষ্টি