দারিদ্রতা হল একটি বিরাট বড় অভিশাপ। দরিদ্র দেশে জন্ম গ্রহন হল একটি মহা বিরাট অভিশাপ। আর……… দুর্নীতিগ্রস্থ দেশে জন্ম গ্রহন হল বিরাট বিরাট(পুনপুনিক) বড় অভিশাপ। আর এই অভিশাপকে আমারা অনেকেই মাথা পেতে নিয়েছি। তাই সরকারকে আর কিভাবে দোষ দেই। এখনও স্বপ্ন দেখি আমি একজন ধনী এবং উন্নত দেশের নাগরিক। :মাথাঠুকি:
নিজে ধনী হউন। গরীব দেশে ধনী
নিজে ধনী হউন। গরীব দেশে ধনী হওয়ার মজাই আলাদা।
এই দেশে সুস্থভাবে ধনী হওয়া কি
এই দেশে সুস্থভাবে ধনী হওয়া কি সম্ভব?
আমাদের আকাশ কুসুম ভাবলে চলবে
আমাদের আকাশ কুসুম ভাবলে চলবে না..…।তাহলে বাস্তবতা থেকে অনেক বিচ্যুত হয়ে যাবার সম্ভবনা আছে..……বাস্তবতা মেনে নেয়ার মানসিকতাই আমাদের জীবন-পথে এগিয়ে নিয়ে যাবে..…।কিভাবে নিজের উন্নয়ন দ্বারা সমাজের অবক্ষয় রোধ করা যায় তা নিয়ে আমাদের চিন্তা থাকা উচিৎ..…
আমি আফসোস করছি। কোন আকাশ
আমি আফসোস করছি। কোন আকাশ কুসুম চিন্তা করছি না। আমাদের দেশ কখনও উন্নত এবং ধনাঢ্য হবে এই চিন্তা কখনই আকাশ কুসুম হতে পারে না। সাথে সাথে আমি মনে করি আফসোস করলে ক্ষুধা জন্মায়। আর ক্ষুধা জন্মালেই মানুষ সেই ক্ষুধা নিবারনের জন্য উদ্দত হয়।
ব্লগ পোস্ট এরকম ফেসবুক
ব্লগ পোস্ট এরকম ফেসবুক স্ট্যাটাস টাইপ হলে ভালো লাগে না। কিছুটা বিস্তারিত লিখলে ভালো হয়।
ব্লগটা যে কাওকে ভাল লাগতে হবে
ব্লগটা যে কাওকে ভাল লাগতে হবে এমন কোন কথা নেই। তারথেকেও বড় কথা কাওকে ভাল লাগানোর জন্য আমি কিছু লিখি নাই। মানুষের মনে যা আসে সেই সত্যটা তুলে ধরা উচিত। কু ঝিকঝিক এ নাম উঠানোর জন্য নয়। :বিস্ময়:
(No subject)
:মানেকি:
(No subject)
:আমারকুনোদোষনাই:
হুম।
হুম।
হুম.…কিন্তু আমি কবে ধনী হব??
হুম.…কিন্তু আমি কবে ধনী হব?? কবে কি করব ?? এই বিষয় নিয়ে ভেবে যদি শুধু আফসোস করি তাহলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে ? ? ?
হুম.…কিন্তু আমি কবে ধনী হব??
হুম.…কিন্তু আমি কবে ধনী হব?? কবে কি করব ?? এই বিষয় নিয়ে ভেবে যদি শুধু আফসোস করি তাহলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে ? ? ?
ভাই এই ধরনের ফেবু স্টাইল এ
ভাই এই ধরনের ফেবু স্টাইল এ ব্লগ এ না লেখায় উত্তম । ব্লগ এর পরিবেশ নষ্ট হয়