আমি আদি পাগল। ইষ্টিসনের ব্লগিং এ আজ থেকেই আমার পাগলামি শুরু করলাম বলতে পারেন। চিন্তা করেছিলাম আজই একেবারে অনেককিছু পোস্ট করব। কিনতু পাগল মানুষ তো। মতিগতির ঠিক নাই। তাই আজ আপনাদের শুধু দুটো কথা বলব। পরবর্তী আমার কোন পোস্ট যদি আপনাদের খারাপ লাগে দয়া করে মাইন্ড না খেয়ে পাগলের প্রলাপ মনে করে মাফ করে দিবেন। যদিও মাইন্ড খেলে তাতে আমার কিছু যায়ে আসে না। তারপর ও বলে রাখলাম। কারন আমি কিন্তু পাগল। উন্মাদ নই।
সকলের শুভ কামনায়ে আমার আজকের প্রলাপ এখানেই শেষ করছি।
ইস্সিরে…..আবার একটা
ইস্সিরে…..আবার একটা পাগল…..আম্রে কেউ মাইরালা……
ইস্টিশনে আরও একটা পাগল এসে
ইস্টিশনে আরও একটা পাগল এসে জুটল। তাও আবার যেনতেন নয়, আদি পাগল। স্বাগতম আপনারে। :ফুল:
পাগলামি করেন, আর যাই করেন ইস্টিশনবিধি পইড়া তারপর কইরেন, নাইলে ইস্টিশন মাস্টর ঘ্যাচাং কইরা টিকিত বাতিল কইরা দিতে পারে। 😀
আপনার কাছ থেকে পাগলামি নয়
আপনার কাছ থেকে পাগলামি নয় ভালো লেখা আশা করবো । আমিও নতুন এই ব্লগিং দুনিয়ায় । আমি আশাবাদি আপনাদের কাছ থেকে অনেক চমৎকার লেখা পাওয়ার ব্যাপারে ।
নামডা কিন্তু ভালা পাইছি। তয়
নামডা কিন্তু ভালা পাইছি। তয় মামু খুব খিয়াল কইরা কিন্তু
পাগালা বাবার আগমন
শুভেচ্ছায়
পাগালা বাবার আগমন
শুভেচ্ছায় স্বাগতম.…
WELCOME…… 😀
“পাগল বিনে ভালো কেডা???
“পাগল বিনে ভালো কেডা??? ”
নির্দিধায় পাগ্লামী কইরা যান, পাগলের জন্য সব মাফ ।।
পাগোলরা ভাআআআলো’ও
পাগোলরা ভাআআআলো’ও
শুভকামনা।
শুভকামনা।