একদা এক গভীর রাতে
অজানা কোনো অজুহাতে,
এসেছিলাম তোমার ঘরে
তোমার সাথে মিশে যেতে।
পারি নাই —
তাতে কি ,দেখেছি তোমায়,
দেখেছি তোমার হৃদয়টাকে,
একদা এক গভীর রাতে
অজানা কোনো অজুহাতে,
এসেছিলাম তোমার ঘরে
তোমার সাথে মিশে যেতে।
পারি নাই —
তাতে কি ,দেখেছি তোমায়,
দেখেছি তোমার হৃদয়টাকে,
দেখেছি আমি হৃদয় ভরে,
অন্ধকারে মনের ঘোরে।
জানি দেখা হয় নি তোমায়,
দেখেছি তোমার শরীরটাকে।
ক্ষমা করো মোরে ,
চাইনি দেখতে তোমায় –
তবু ও দেখেছি ,
পৃথিবীর সব সৌন্দর্যকে।
আমি পাগলাটে,আমি খ্যাপা,
আমি অন্যায়,আমি ধ্বংস।
আমি চিন্ময়,আমি মৃন্ময়,
আমি জাহান্নামের অংশ।
আমি আকাশ,আমি বাতাস,
আমি মহাবিশ্বের মহা ঝড়।
আমি নীতির পাহাড় ধ্বংস করিয়াছি
আপনারে করিয়াছি পর।
আশা করি আরও ভালো লিখবেন । সে
আশা করি আরও ভালো লিখবেন । সে আশায় রইলাম ।
মন্তব্যের জন্য ধন্যবাদ
মন্তব্যের জন্য ধন্যবাদ
খুবই সুপরিচিত কিছু
খুবই সুপরিচিত কিছু ছন্দ..…।তবে ভাল চেষ্টা হয়েছে..…।
(No subject)
:মানেকি:
আউট হইয়া গেলেই আমি হেন আমি
আউট হইয়া গেলেই আমি হেন আমি তেন।
“কে লইবে মোর কার্য,কহে সন্ধা
“কে লইবে মোর কার্য,কহে সন্ধা রবি-
শুনিয়া জগত্ রহে নিরুত্তর ছবি।
মাটির প্রদীপ ছিল, সে কহিল, স্বামী,
আমার যেটুকু সাধ্য করিব তা আমি ।”
মোটামুটি মানের
মোটামুটি মানের