রাজনীতি করিও না রাজনীতি বুঝিও না।শুধু দেশকে ভালোবাসি তাই দেশের জনগনের বিপদের সময় তাদের পাশে ছুটে যাওয়ার চেষ্টা করি।দেশের নষ্ট রাজনীতির খেলার বিপক্ষে কথা বলি।কিন্তু এই কথা গুলা বলার পরি হয়ে যাই বাম দল,ডান দল এন দল,হেন দল।দেশ প্রেমের আজকাল কোন কদর নাই।সবাই চলে নষ্ট রাজনীতির পিছে।যার যার শখের গদি আর নিজের পকেট ভরতে ব্যস্ত সবাই।আমরা সাধারণ জনগন তো বানের জলে ভাইসা আসছি তাই আমাদের কদর নাই তেমন একটা।শুধু নির্বাচনের আগে যা আমাদের কথা মনে হয় রাজনীতির মহা খলনায়কদের।”আমরা এইবার ভোটে পাশ করলে এন হবে,তেন হবে,একটার জায়গায় দুইটা ব্রিজ হবে”এরকম কথা শুনতে শুনতে কানটা পইচা গেলো কিন্তু,এখনও আগের ব্রিজ টাই ঠিক হয় নাই।প্রত্যেক বার এরকম মিথ্যা হাজারো উন্নয়নের প্রতিশ্রুতি কইরে জনগনের পেতে লাথি মাইরে নিজেদের গদি ঠিকি পায় ওরা কিন্তু জনগনের উন্নয়ন হয় না।অবশ্য সব রাজনীতিবিদরা একরকম হয়না মাঝে মাঝে একজন দুই জন ঠিকি তার প্রতিশ্রুতি পালন করার যথা সাধ্য চেষ্টা করেন।কিন্তু,একজন দুইজন হইলে কেরকম চলবে দেশ?মাথায় আসে না।যাই হোক এর পরও তো আছে বিরোধী দল একটা সরকার জয়ী হয়ে যখন তার গদি তে বশবে তার পর দিন থেকেই শুরু হবে বিরোধী দলের !!!হরতাল!!! প্রত্যেক সরকারের আমলে বিরোধী দল বছরে কতটা যে হরতাল দিবে রোজ তার সঠিক হিসাব নাই কোন তবে এক রেকর্ড রাখা হইলে এক দল আরেক দলের কতবার যে পুরনো রেকর্ড ভাঙবে তার হিসাব নাই।সমঝোতা কথাটা যেন আমাদের রাজনৈতিক দল গুলার জন্য একটা আস্ত বিষফোড়া।কেও কোনদিন কারো সাথে একটা মিনিট ভালো ভাবে হাই!হ্যালো বলে না আর দেশের সমস্যা নিয়ে কথা বলা তো অনেক দূরের কথা।অবশ্য প্রত্যেক ঈদের সময় একজন আরেকজনকে কার্ড ঠিকি চালাচালি করেন।
যাইহোক,এত রাজনীতি নিয়া এতো প্যাঁচাল পাইরা লাভ নাই এইটা তো অনেক পুরানা ক্যাচাল বাংলাদেশের জন্য।শেষ কথা হইলো জনগণ এই রাজনীতির মধ্যে ভালই ক্যাচালে পরসে।অনেকটা হায়দার হোসেনের গানের মতন “আমি পইরা গেসি মাইনকার চিপায়” মাঝে মাঝে মনে হয় গানটা থেইকে আমি কাইটে লেখি
“জনগণ পরসে মাইনকার চিপায়”।
সব এ তো পুরান কথা নতুন কিছু
সব এ তো পুরান কথা নতুন কিছু তো পাইলাম না বস নতুন কিছু চাই …………… :বিগবস:
শোনেন ভাই,আমাদের দেশে একটা
শোনেন ভাই,আমাদের দেশে একটা কথা আছে-
অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সম-অপরাধী।
শুধুই রাজনীতিবিদদের আর রাজনীতিকে গালী দিয়া লাভ নাই..…আপনি আমি যখন ডাক্তার-ইন্জিনিয়ার হ-ওয়ার জন্য লম্ফ-ঝম্ফ মারি তখন কই থাকে আমাদের রাজনীতি সচেতন ভাবনা..…আমরা যদি এই পরিস্থিতিকে শুধরাতে চাই তাহলে অবশ্যই আমাদের রাজনীতিতে প্রত্যক্ষ ভূমিকা রাকতে হবে.…তা না হলে এই বিষয় সম্পর্কে আমাদের একটাও কুরুচিপূর্ন বাক্য ব্যবহার করার আগেয় একশবার ভাবতে হবে.…
তত্তকথাঃঃঃময়লা পরিষ্কার করতে হলে ময়লায় নামতে হয়..……
একমত তবে আমারে বইলা লাভ নাই
একমত তবে আমারে বইলা লাভ নাই কারণ আমি ডাক্তার ও না আর ইঞ্জিনিয়ার ও না আর যারা আসে তারা নাক দাকায় ঘুমাইতেসে এই সব রাজনীতি আর দেশের মাথাবেধা ওদের নাই ওরা আরামে বিলাশ বহুল বারিতে আসে… টাই আমাগো চিতকারে কোন লাভ নাই…
প্রহসনের যুক্তির সাথে
প্রহসনের যুক্তির সাথে সম্পুর্ন একমত পোষন করছি ।।