প্রিয় সমকামী বন্ধু,
আমি আপনাকে বুক ফুলিয়ে সমকামী দাবী করতে বলছিনা কারণ আমাদের সমাজ এখনও সেভাবে তৈরী হয়নি। কিন্তূ আমাদের অন্তত একটা সমাজ আছে হোক সেটা ভার্চুয়াল,অন্তত এই ফেসবুকে এসে আমরা এক মানসিকতার হাজারটা মানুষ পাই,কিন্তু এখানেও লুকোচাপা কেন?
আমি একজন বটমের কথা বলতে পাড়ি যে চ্যাট বক্সে নিজেকে টপ বলে পরিচয় দিতো,কালে ভদ্রে এরকম আরেকজন বটমের সাথে টার চ্যাট হয় সেও নিজেকে টপ দাবী করতো!মূল ক্লাইমেক্সটা ঘটে গেল তখন যখন তারা বিছানায় গেল,দুজন ই দুজনকে টপ ভেবে হামলে পড়েছিল কিন্তু তাদের ভয়ানক অস্বস্তিদায়ক অবস্তায় পড়তে হয়েছিলো।
নিসঃসন্দেহে বিরক্তিকর…
প্রিয় সমকামী বন্ধু,
আমি আপনাকে বুক ফুলিয়ে সমকামী দাবী করতে বলছিনা কারণ আমাদের সমাজ এখনও সেভাবে তৈরী হয়নি। কিন্তূ আমাদের অন্তত একটা সমাজ আছে হোক সেটা ভার্চুয়াল,অন্তত এই ফেসবুকে এসে আমরা এক মানসিকতার হাজারটা মানুষ পাই,কিন্তু এখানেও লুকোচাপা কেন?
আমি একজন বটমের কথা বলতে পাড়ি যে চ্যাট বক্সে নিজেকে টপ বলে পরিচয় দিতো,কালে ভদ্রে এরকম আরেকজন বটমের সাথে টার চ্যাট হয় সেও নিজেকে টপ দাবী করতো!মূল ক্লাইমেক্সটা ঘটে গেল তখন যখন তারা বিছানায় গেল,দুজন ই দুজনকে টপ ভেবে হামলে পড়েছিল কিন্তু তাদের ভয়ানক অস্বস্তিদায়ক অবস্তায় পড়তে হয়েছিলো।
নিসঃসন্দেহে বিরক্তিকর…
আমি যদি টপ হই বা বটম হই সেটা উল্টে বলায় স্বার্থকতা কোথায়?এতে কি মনের চাহিদা পাল্টে যাবে?এটুকুতে যদি আমরা সৎ না হতে পারি আমরা কিভাবে উঠে দাঁড়াবো?
নতুন যে ফ্যাশন ভার্সেটালিটি তা নিয়েও বিস্তারিত বলবো,মনের গভীরে আপনি বটম সেখানে টপ রোল প্লে করে কি বুঝাতে চান?
জেগে উঠুন বস,আরামসে!আপনি যা আপনি তাই!লুকনোতে সুখ নেই বরং প্রকাশেই শান্তি।
একটা বিষয় জানার ছিল। টপে টপে
একটা বিষয় জানার ছিল। টপে টপে অথবা বটমে বটমে সেক্স হতে পারে না? নাকি শুধু টপ-বটমেই সেক্স হওয়া সম্ভব? আর টপ বটম জিনিসটা একটু পরিস্কার করেন।
টপ বোটম কি ? আমিও বুঝি নাই
টপ বোটম কি ? আমিও বুঝি নাই :কনফিউজড:
টপ/বটম প্রসঙ্গে আমি এর আগে
টপ/বটম প্রসঙ্গে আমি এর আগে একটা পোস্টে বিস্তারিত বলেছিলাম!টপ হলো সমকামীদের মধ্যে যারা পুশ করেন তারা মানে পুরুষ ভূমিকা,আর বটম হল যারা নিয়ে থাকেন মানে নারী ভূমিকা!
টপে টপে সমঝতার ভিত্তিতে SEX সম্ভব বটমে বটমে খুব বিরল প্রায় অসম্ভব দেহ মৈথুন হতে পারে বড়জোর।
তাহলে এটা তো একটা ঝামেলা হয়ে
তাহলে এটা তো একটা ঝামেলা হয়ে গেল কি বলেন ? আপনি কি টপ নাকি বটম ?
ভালো ।। আপনার সাহসী উদ্যোগ
ভালো ।। আপনার সাহসী উদ্যোগ এর প্রশংসা না করে পারলাম না ।।
আমি টপ… BISEXUAL বলতে
আমি টপ… BISEXUAL বলতে পারেন। ছেলে মেয়ে উভয়ের প্রতি আকৃষ্ট।
ধন্যবাদ বিপ্লব ভাই
ধন্যবাদ বিপ্লব ভাই 🙂
আম্পায়ার হওয়ার ইচ্ছা
আম্পায়ার হওয়ার ইচ্ছা ছিল!!
তবে খেই হারায় ফেললাম…
unorthodox sex আবার নিয়মও দেখি বিস্তর!!
আমার মনে হয় দেশে বাইসেক্সুয়াল
আমার মনে হয় দেশে বাইসেক্সুয়াল বেশি। :ফেরেশতা:
আলোচনার বিষয়বস্তুটি ছাড়িয়ে;
আলোচনার বিষয়বস্তুটি ছাড়িয়ে; উঠে এসেছে; কে টপ, আর; কে বটম। সমকামিতা নিয়ে; এখনো বাংলাদেশে; ব্যাপক; ভুল ধারণা; রয়ে গেছে। সমকামিতাকে; কেউ-কেউ; বেশ্যাবৃত্তির চাইতেও; খারাপ বলে পরিগনিত করেন, আবার; কেউ-কেউ; সমকামিতাকে ভালো ভাবেন; আর; বেশ্যাবৃত্তিকে খারাপ ভাবেন।
সে যাই হোক, সমকামিতা নিয়ে; বাংলা ভাষায়; অভিজিৎ রায়ের লেখা সমকামিতা বইটি পড়ে দেখুন আগে।
(No subject)
:থাম্বসআপ: