আজ যখন আমার প্রতিটি কৃষক বোরো মৌসুমে পার মেট্রিক টন ধানে ১৫০ টাকা করে লোকসান গুনছে, আজ যখন সাম্রাজ্যবাদীরা টিকফা চুক্তির মাধ্যমে দেশ কে ল্যাংটা করার পায়তারায় মেতে উঠছে, আজ যখন সাভারের ক্ষতিগ্রস্তরা এখনও তাদের ন্যায্য পাওনার দাবিতে রাজপথ রঞ্জিত করছে, ঠিক তখনই এক “তারেক জিয়ার ” গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বুধবার স্তব্ধ থাকবে গোটা বাংলাদেশ।।
আমাদের এই রাজনৈতিক দল গুলোর সকল চিড়িয়াদের জন্য আরও একটি রানা প্লাজা তৈরি করা দরকার ।। আর শুধু দরকার আরেকটি ট্রাজেডির ।।।
প্রস্তাব মন্দ না।
প্রস্তাব মন্দ না।
ব্লগপোস্টগুলো আরও বড় এবং
ব্লগপোস্টগুলো আরও বড় এবং যুক্তিপূর্ণ হলে ভাল হয়…
বাঙালী দের মধ্যে একটা
বাঙালী দের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, চিরন্তন সত্য কথা গুলোও তাদের যুক্তি দিয়ে বোঝানো লাগে।।
বুদ্ধি ভালো।
বুদ্ধি ভালো।
একটি রানা প্লাজার সাথে একটি
একটি রানা প্লাজার সাথে একটি তাজরিন ও দরকার তাহলেই দেশের শান্তি দেশে থাকবে এবং অশান্তি আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে …………।
ভালো বলেছেন। লেখা বড় হলেও এক
ভালো বলেছেন। লেখা বড় হলেও এক নিমিষে পড়ে ফেললাম 😀
ধন্যবাদ ।
ধন্যবাদ ।
প্রস্তাবটা আসলেই ভাল
প্রস্তাবটা আসলেই ভাল