১। নিশ্চয়ই তোমার স্বপ্ন চলছে পূর্ণ দ্বিগুন…
নিশ্চয়ই আদিম উষ্ণতা তোমাকে বিহবল করে…
নিশ্চয়ই অস্থির পাখিরা তোমার জন্য ঘর ফরেছে…
নিশ্চয়ই তুমি সেখানে মন রাখোনা…
নিশ্চয়ই সব পুড়বে অল্প আগুনে।
২। কি এক অন্য সময়ে আস্ফালন করি!
কি পিড়ীত থাকি মধুর সময়ে।
সাম্রাজ্যবাদী এই রক্ত গ্রাস করে না কেন সভাপতির মঞ্চ?
কেন দুরন্ত দিনে সূর্য ডুবে যায়
তোমার আকাশে…!
৩। ইদানিং কবিতা ঘর ছেড়েছে
ইট-সিমেন্ট, কসাই-চামার “মূল” হয়েছে
ইদানিং ভালোবাসা “দূর” হয়েছে।।
ভালো লিখেছেন। একটাও মন্তব্য
ভালো লিখেছেন। একটাও মন্তব্য নাই ক্যান? :ভাঙামন:
(No subject)
:আমারকুনোদোষনাই: :আমারকুনোদোষনাই: :আমারকুনোদোষনাই: