আমি তোমার মত নই
হতেও চাই না ,
আমি আমার মত
এভাবেই থাকতে চাই ।
তোমার মত দেশকে ভালবাসতে চাই না
আমার মত ভালবাসব ।
আমি তোমার মত নই ,
তাই তোমার মত কাউকে ঘৃণাও করবনা
আমি আমার মত করব ।
আমি আমার মত
_নিবিড় রৌদ্র_
____________
আমি তোমার মত নই
হতেও চাই না ,
আমি আমার মত
এভাবেই থাকতে চাই ।
তোমার মত দেশকে ভালবাসতে চাই না
আমার মত ভালবাসব ।
আমি তোমার মত নই ,
তাই তোমার মত কাউকে ঘৃণাও করবনা
আমি আমার মত করব ।
তোমার মত কাউকে হিংসা ও করব না
আমার মত করব।
আমি তোমার মত নই
তাই আমি আমার মত কাঁদব ,
আমার মত হাসব ।
আমি তোমার মত নই ,
তাই তোমার মত কারো উপকার ও করব না
আমার মত করব ।
আমি তোমার মত নই ,
তাই তোমার মত কাউকে গালি দিব না
আমার মত বোঝাব ।
আমি তোমার মত নই ,
তাই তোমার মত কারো ক্ষতি করব না
আমি আমার মত থাকব ।
নিজ ভূবনে নিজের মত আপন পৃথিবী গড়ব ;
আমাকে আমার মত থাকতে দাও
ভালবাসতে দাও, হাসতে দাও, কাঁদতে দাও ।।
হুম।
হুম।
হুম
হুম
আমি আমার মত থাকব ।
নিজ ভূবনে
মিল খুজে পেলাম আপন চেতনার সাথে ,। :ফুল: