আচ্ছা আমরা কি একটা জিনিস খেয়াল করেছি কখনও?
আমরা নামাজ পড়ার জন্যে যে জায়্নামাজ ( নামাজ পড়ার ছোট্ট কার্পেট ) ব্যবহার করি
… তাতে পবিথ্র কাবা শরীফের ছবি থাকে… আমরা নামাজ শেষে কাবা শরীফের ছবির ওপর হর হামেশা পা রাখি…পা দিয়ে হেটে যায়… এটা কি উচিত?
টেকনাফের যে সাম্প্রদায়িক দুর্ঘটনা ঘটেছিল এই রকমেই ছিল বেপারটা তাই না?
একটু ভেবে দেখুন
বুঝলাম না ভাই!
বুঝলাম না ভাই!
ভাই এইটা কি ফেসবুক
ভাই এইটা কি ফেসবুক স্ট্যাটাস?
তবে আমি বুঝলাম কি বলতে চাইছেন…
লিখাটা আরো অনেক প্রাসঙ্গিক উপমা দিয়ে দীর্ঘ করতে পারতেন তখন আরও সুখঃপাঠ্য ও সাবলীল হত আপানার ভাব…
হেফাজত কোরআন পুড়ালে যেমন দোষ
হেফাজত কোরআন পুড়ালে যেমন দোষ হয় না তেমই এচি ।টেকটেকনাফের ঘটনাটা ছিল সাম্প্রদায়িক এটা মুসলমান করে নি তাই এখানে ছোয়াবের হাছিলই লক্ষ্য।তাই মুসলমান আর মানুষের মধ্যে প্রার্থক্য আছে না।
হ্যা বিষয়টা সত্য। তবে আপনাকেও
হ্যা বিষয়টা সত্য। তবে আপনাকেও ফেসবুক স্টাটাস আর ব্লগপোস্টের মধ্যে পার্থক্য চিনতে শিখতে হবে।
বিষয়টা আরও বেশি তথ্য, তথ্যসূত্র এবং যুক্তিতর্কসহ উপস্থাপন করলে ভাল হত…