শত সমুদ্র অন্ধকারে,
ঝড় বিক্ষুব্ধ সাগরে,
পিত বর্ণের নদীর তীর ধরে ………….
হাঁটব দুজন।
অস্থিচর্মসার আমি প্রাঞ্জল তোমার হাসিতে …………
বোধগম্য যত কবিতা আছে-
ভুলে বসে থাকব ………
শত সমুদ্র অন্ধকারে,
ঝড় বিক্ষুব্ধ সাগরে,
পিত বর্ণের নদীর তীর ধরে ………….
হাঁটব দুজন।
অস্থিচর্মসার আমি প্রাঞ্জল তোমার হাসিতে …………
বোধগম্য যত কবিতা আছে-
ভুলে বসে থাকব ………
নিস্তরঙ্গ জীবনের কবিতাখানি ………..
বাধা থাকবে বাহুডোরে তোমার,
অস্তগামি নগরের প্রান্তে দাঁড়িয়ে ……
দ্বাররক্ষী যেন …
নীল আঁধার তুমি
জড়িয়ে আমার হিয়া ……………
হারিয়ে যাওয়া অস্থি কঙ্কালের ভীরে …………….
সমুদ্র মন্থিত অমৃতের মতন
কৃষ্ণ ওড়নাতে ঢাকা ……
তোমার ওই পদযুগল ……………
রহস্যে রোমাঞ্চিত আমার জীবনে………..
হিয়া জুড়ে তুমি বিন্দুবাসিনি।।
মোটামুটি মানের
মোটামুটি মানের