১। চশমু মেয়েঃ উবরো-ঝুবড়ো চুল, এরা সাজ-গোঁজের দিকে কোনই মনোযোগ দেয় না। সারাক্ষণ এমন গতিতে পড়াশুনা করে, দেখলে মনে হয় না পড়লে সিডর হয়ে যাবে।আমার-আপনার জন্মের আগে কোন মহা(!)পুরুষ আমাদের চৌদ্দ-গুষ্ঠি উদ্ধার করেছিল তা এদের ঠোঁটের আগায় থাকে। যদিও বাজারে ডিমের দাম কত তা এরা জানে না। চশমা থাকা এদের প্রধান গুণ (!)।
১। চশমু মেয়েঃ উবরো-ঝুবড়ো চুল, এরা সাজ-গোঁজের দিকে কোনই মনোযোগ দেয় না। সারাক্ষণ এমন গতিতে পড়াশুনা করে, দেখলে মনে হয় না পড়লে সিডর হয়ে যাবে।আমার-আপনার জন্মের আগে কোন মহা(!)পুরুষ আমাদের চৌদ্দ-গুষ্ঠি উদ্ধার করেছিল তা এদের ঠোঁটের আগায় থাকে। যদিও বাজারে ডিমের দাম কত তা এরা জানে না। চশমা থাকা এদের প্রধান গুণ (!)।
২। বিউটি পারলারঃ নাম শুনেই বু…ঝা যায় এরা বিউটি পার্লার আর স্পা নামক ছোট ছোট ঘরের (!) নিত্য যাতায়াতকারী। দেশে এবং বিদেশে কোন ম্যাসেজ সবচেয়ে ভালো, কোন ব্র্যান্ডের নেইলপালিশ লাগালে রান্না করা লাগবে না, কোন লিপস্টিক খাওয়া যায়, চুমু খেলে কোনটা দিয়ে দাগ লাগে না-এসব এদের মুখস্ত।সারাক্ষণ “চেয়ার এন্ড আগলি” মার্কা ক্রিম এদের হাতে থাকে। দেখলেই বুঝা যায় এদের মুখে সবসময় তিন চার পরত আটা থাকে।
৩। সরলতার প্রতিমাঃ অসম্ভব সুন্দরী এই মেয়েগুলা একটু জেদী। এরা প্রাকৃতিকভাবেই সুন্দরী। তাকালে প্রথমেই মনে হয়, “বাজিল বুকে সুখের মত ব্যথা”। প্রকৃতির মাঝখানে এদের দেখলে মনে হবে এরাই প্রকৃতি। এরা মুখস্তগদ জ্ঞানী না, প্রকৃত অর্থেই জ্ঞানী। কিন্ত হঠাৎ হঠাৎ তারা স্বাভাবিক মানুষের চেয়ে নিজেদের উপরে মনে করে, তাই মাঝে মাঝে এদের বিড়ি খেয়ে অন্যদের ঝাড়ি মারতে দেখা যায়।তখন এদের থেকে দূরে থাকাই ভালো।
(No subject)
🙁
বাই দা ওয়ে ভাই আপনি তো দেখি
:খাইছে: :খাইছে: বাই দা ওয়ে ভাই আপনি তো দেখি নারী বিশেষজ্ঞ । পোস্ট ভাল লেগেছে :ফুল:
ভালোই তো বকতে পারেন।
বক্তা
ভালোই তো বকতে পারেন।
বক্তা হলেই তো পারেন।
চশমা পরি বলে এইটা না যে
চশমা পরি বলে এইটা না যে দুনিয়ার খোঁজ থাকে না। ভুয়া পোস্ট।
(No subject)
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
:মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :টাইমশ্যাষ: :টাইমশ্যাষ: :টাইমশ্যাষ: :টাইমশ্যাষ: :শয়তান: :শয়তান: :শয়তান: :শয়তান: :শয়তান: :শয়তান:
ওই মিয়া হাসেন ক্যান? এই
ওই মিয়া হাসেন ক্যান? এই পোস্টের প্রতিবাদ করার কথা করব না কেন? ডিমের দাম জানি।
তুমি রাখবা এই সব খবর এই
তুমি রাখবা এই সব খবর 😀 এই কাহিনী চলে তাই না :অপেক্ষায়আছি: