বেশি কিছু
তো তোমার কাছে চাই
নি ।
সেই কবে তোমার
কাছে
এক চুমুক চুম্বন
চেয়েছিলাম ।
বেশি কিছু
তো তোমার কাছে চাই
নি ।
সেই কবে তোমার
কাছে
এক চুমুক চুম্বন
চেয়েছিলাম ।
রাস্তার লাল-
নীল,সাদা বাতিগুলোর
আজ
জন্ডিসে ধরেছে ।
নদীর এই পাশে চর
জেগে উঠেছে ।
বেশিদিন
আগে তো চাই নি ।
বলেছিলে সহস্রকাল
অপেক্ষা করতে ।
এখনো তোমার
অপেক্ষায়
ঠাঁই
দাড়িয়ে আছি রাস্তার
ধারে ।
যেখানে একসময়
বিশাল জঙ্গল ছিল
আজ সেখানে সুউচ্চ
সব দালান ।
কত সময় তোমার
অপেক্ষাতে
রোদ-
বৃষ্টি,ঝড়ে কেটেছে
কিন্তু
এখনো তো সময়
ফুরায়নি
কত ইতিহাস
সাক্ষী করে ঠাঁয়
দাঁড়িয়ে আছি
ঘড়ির
কাঁটা কি থেমে গেছে?
সহস্রকাল
হতে কতো দেরি?
আমি তো সহস্রকাল
অপেক্ষা করতে চেয়েছি
কিন্তু আমার
চিহ্নটুকুও
নিশ্চিহ্ন
করে দিবে হায়েনারা
আর সেই এক চুমুক
চুম্বন
জমা থাক মহাকালের
পাতায় ॥
দিলে গিয়ে লাগল ।
আসাধারণ
দিলে গিয়ে লাগল ।
আসাধারণ
ধন্যবাদ সাধু
ধন্যবাদ সাধু
এগিয়ে যান ।
এগিয়ে যান ।
হুম
হুম
কবিতাটা মোটামুটি মানের লাগল ।
কবিতাটা মোটামুটি মানের লাগল । তবে আরও ভাল লিখবেন আশা করি। শুভেচ্ছা রইল
ধন্যবাদ অচিন্ত্য দূর্বাঘাস
ধন্যবাদ অচিন্ত্য দূর্বাঘাস ।
সামনে থেকে আরো ভালো লেখার চেষ্টা করবো ।আর এটাই আমার পথযাত্রার শুরু ।আপনাদের সাথে নিয়ে আরো দূরে যেতে চাই এবং আপনাদের কাছ থেকে কিছু শিখে নিজেকে ধন্য মনে করতে চাই ॥
ভাই আপনার কথার পরিপ্রেক্ষিতে
ভাই আপনার কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি কিছু মনে করবেন নাহ – কাওকে সাথে নিয়ে এগুতে হবে নাহ । আপনি লিখছেন নিজের আত্মতুষ্টির জন্য , সেটা কেও পরুক আর নায় পরুক কেও ভাল বলুক আর খারাপ বলুক সেটা আপনার মুক্ষ বিবেচ্য হওয়া বাঞ্ছনীয় নয় । কলম আপনার । চেতনা আপনার । অনুভুতি আপনার /। লিখবেন শুধু নিজের জন্য দেশের জন্য ভালবাসার জন্য , সপ্নের জন্য । লেখায় আত্মপরিতুষ্টি আগে । :খুশি:
ধন্যবাদ ।কথাগুলো কাজে লাগবে ।
ধন্যবাদ ।কথাগুলো কাজে লাগবে ।
আপনাদের সাথে নিয়ে এগুতে চাই
আপনাদের সাথে নিয়ে এগুতে চাই সাধু
ভালোই
ভালোই
ধন্যবাদ
ধন্যবাদ
আপনার কথাটা সত্য ।তবে এটাও
আপনার কথাটা সত্য ।তবে এটাও সত্যি একজন লোক একা একা চলতে পারে না ।তার চলার পথে পথে কারো না কারো সমর্থন লাগে ।
আমি এমনিতেই নিজের জন্যই লিখি ।তারপরও অন্যের সমর্থন ও প্রত্যাশা করি ।তবে আপনার কথাটা আমার কাজে লাগে ।
(No subject)
:গোলাপ:
(No subject)
:চশমুদ্দিন: