মিরপুরে ১০ নং গোল-চত্ত্বরে ‘বাম মোর্চা’র শান্তিপূর্ণ সমাবেশে ধণিক-মালিকশ্রেণীর লাঠিয়াল বাহিনী পুলিশের বর্বরোচিত হামলার স্বীকার হয়ে অতঃপর আটক হয়েছেন জোনায়েদ সাকি সহ বাম মোর্চা’র ১২জন নেতা কর্মী ।শ্রমিকদের উপযুক্ত বেতন ভাতা ও নিরাপদ কার্যপরিবেশ নিশ্চিত করার দাবিতে শান্তিপূর্ণ সমাবেশে এ ধরনের হামলা সম্পূর্ণ অগণতান্ত্রিক।এতে সরকারের ফ্যাসিবাদি চরিত্র আবারো স্পস্টভাবে প্রদর্শিত হচ্ছে।আজ যখন জনগন তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ,তখন পোশাক কারখানার ধণিক-মালিকশ্রেণীর চাপে সরকার সভা সমাবেশ নিষিদ্ধ করে।কিন্তু এভাবে আর কতদিন?স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালাও-পোড়াও-ভাংচুর-সহিংসতা বন্ধের অজুহাত তুলে সমাবেশ বন্ধের যে ঘোষণা দিয়েছেন, তা মূলত জনগণের টুঁটি চেপে ধরারই অপতৎপরতা ।তাই ঘরে বসে থেকে অধিকার আদায় হবে না,এখনি সময় আসুন এই জোট মহাজোটের নোংড়া রাজনিতিকে না বলি এবং জনগনের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলি।শ্রমজিবি মানুষের জয় সুনিশ্চিত।জয় বাংলা।
জয় বাংলা
জয় বাংলা