বুকের ভেতরে এত সীমান্ত কেন
সীমান্তরক্ষীদের কাছে এ প্রশ্নের কোন উত্তর নেই
যদি সাদা রুমালে ঢেকে দেই নি:সঙ্গ আকাশ
তবে কি উত্তর দেবে জ্বলে যাওয়া দূরবর্তী গ্রহ?
গহীন জোস্নায় পুড়ে যাওয়া কক্ষপথ ছেড়ে
যদি ছুটে যাই পৃথিবীর প্রশান্ত মহাসগরে
সুখের সীমান্ত খুঁজে খুঁজে
তবে কি আমি দূর দিগন্ত হব তোমার অন্তরে?
সুপারনোভা একদিন সাইবেরিয়া হবে
মঙ্গল, বুধ, শুক্র সবকিছু মিশে যাবে চাঁদের সাথে
সেই অমাবস্যায় যদি পৃথিবী ঘুমিয়ে পড়ে ছায়াপথে
তবে কি তুমি সীমান্তহীন আলো হবে আমার চোখে?
অনন্ত অসীমের ভেতরে নক্ষত্ররাও শরনার্থী হয়
কখনও কখনও কেঁদে ওঠেন বোবা ঈশ্বর
যদি উত্তম নগরীতে উন্মাদ হয়ে ওঠে আগ্নেয়গিরি
রক্তস্রোতে সীমান্ত রেখায় হয়ে যায় মহামিলন
তবে কি মানুষের মত ছদ্মবেশী হবে নীল তিমি!
রাশেদ মেহেদী
ঢাকা
০৮.১১.২০১৭