আমাদের দেশের রাজনীতি ও রাজনৈতিক ব্যাক্তিদের প্রতি সাধারণ মানুষের ভীতশ্রদ্ধ ভাব জন্ম হয়েছে বহুপূর্বেই। অনেকেরই ধারনা রাজনৈতিক স্থিতিশিলতা তৈরী হলেও আমাদের তৃতীয় বিশ্বের ত´া হয়তো ইতিমধ্যে মূছে যেত। দেশটি উন্ননের ক্ষেত্রে অনেকদুর এগিয়ে যেত। কথাটা হয়তো মিথ্যা নয়। আমাদের সব অর্জনই রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পিছনের দিকে ধাবিত হয়।
রাজনৈতিক ব্যক্তিরা কেন এতো প্রভাবশালী। কেন সব নিয়ন্ত্রণ হবে তাদের হাতে। যা ইচ্ছে তা করার নাম তো আর রাজনীতি নয়। রাজনীতির নামে সহিংসতা চলে অবলীলায় এবং আমরা তা যেন মেনেই নেই। রাজপথটা সব সময় রাজনৈতিকরা তাদের দখলে রাখতে চায়।
আমাদের দেশের রাজনীতি ও রাজনৈতিক ব্যাক্তিদের প্রতি সাধারণ মানুষের ভীতশ্রদ্ধ ভাব জন্ম হয়েছে বহুপূর্বেই। অনেকেরই ধারনা রাজনৈতিক স্থিতিশিলতা তৈরী হলেও আমাদের তৃতীয় বিশ্বের ত´া হয়তো ইতিমধ্যে মূছে যেত। দেশটি উন্ননের ক্ষেত্রে অনেকদুর এগিয়ে যেত। কথাটা হয়তো মিথ্যা নয়। আমাদের সব অর্জনই রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পিছনের দিকে ধাবিত হয়।
রাজনৈতিক ব্যক্তিরা কেন এতো প্রভাবশালী। কেন সব নিয়ন্ত্রণ হবে তাদের হাতে। যা ইচ্ছে তা করার নাম তো আর রাজনীতি নয়। রাজনীতির নামে সহিংসতা চলে অবলীলায় এবং আমরা তা যেন মেনেই নেই। রাজপথটা সব সময় রাজনৈতিকরা তাদের দখলে রাখতে চায়।
আমরাদের রাজনীতি কে রাজপথ ছেলে আলোচনার টেবিলে নিয়ে যেতে হবে। আর এ দায়দায়িত্বটা আমাদের সকলের। দেশের মানুষ এখন অনেকটা রাজনীতিক সচেতন হয়েছে। তারা এখন আগাম বুঝতে পারে কে কি বলতে চায়।
একদল ক্ষমতায় গেলে অন্যদল টেনে হেঁছড়ে নামানোর চেষ্টা করে। আর তা যেন তেন ভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলেই হলো। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে, দেশের জন্য কি করবে তা নিয়ে মাথা ঘামায় না। আর আমরাও আমাদের মতামত প্রদান করি এই ভেবে, গেল সরকার খারাপ করেছে অতএব বদলাতে হবে। পরিবর্তন হয় এপিট ওপিট কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। পাঁচ বছরে একবার সুযোগ পেয়ে কোন বিচার বিশ্লেষণ না করে আমরা মনের ঝালটা মেটাই শুধু। আমাদের গুনগত পরিবর্তণই হতে পারে দেশ বিনির্মাণের একমাত্র পাথেয়।
আমরা ঘোষনা দিতে পারি আমরা ভোট দেব আপনাদের আপনারা রাজপথ ছেড়ে আলোচনায় বসেন। আপনারা ঘোষনা দেন এখন থেকে রাস্তাবন্ধ করে রাজনৈতিক মিছিল মিটিং করবো না। হরতাল সহিংসতা করবো না। আগামীতে ক্ষমতায় গেলে হেফাজতের ১৩ দফা বাস্তবায়ন করবো/ কববো না। ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার করবো নতুবা করবো না। জানি এসব ঘোষনায় আপনারা যাবেন না-ভোট নষ্ট হতে পারে। সবাই শুধু ভোট চান মানে ক্ষমতা চান। এবার দয় করে আমাদের জন্য কিছু বলে। এ জাতির পরিবর্তনে কি করবেন তাই অন্তত বলেন।
shobai dhanda baj jonotar
shobai dhanda baj jonotar kotha keu – i vabe na .