লাল ! লাল ! লাল !
—————-
লাল জামা জুতা বেলুন দেখলেই শিশুদের মন আনন্দে ভরে উঠে ,
লাল আগুনের শিখা দেখলেই জনগণ ভয়ে এদিক সেদিক ছুটে ।
লাল রঙ আছে বলেই নক্ষত্র রবির আলোয় ভরে চারপাশ ,
লাল রক্ত বেরুলেই ডাইয়াবিটিক রোগীদের হয় সর্বনাশ !
লাল কালির আঁচড়েই পরীক্ষায় নির্ধারিত হয় পাশ ফেইলের আশা ,
লাল হৃদয়ে গড়ে উঠে স্নেহ আদর মায়া মমতা ভালোবাসার বাসা ।
লাল নয়ন দেখলেই সবার মনে সৃষ্টি হয় আতংক ভয় ঠাসা ,
লাল ফুলের সৌন্দর্য্য ও সুবাসে গড়ে উঠে পবিত্র ভালোবাসা ।।
“লাল শাড়ি পরেই
— তারিক লিংকন!!
একজন বড় কবি বলেছেন, ২/৪ বছর নিজের কবিতা না ছিঁড়লে নিজের কবিতার সমালোচনা না করলে কবিই হওয়া যায় না…
ভাল চেষ্টা… ছিঁড়তে থাকুন…
তাই বুঝি ??
তাই বুঝি ?? :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল:
আপনার অনেকগুলা কবিতা পড়লাম ।
আপনার অনেকগুলা কবিতা পড়লাম । আপনি অনেক ধরনের ফরম্যাট এ কবিতা লিখতে সক্ষম। এটা অনন্য একটা বৈশিষ্ট্য । ধরে রাখুন,। শুভেচ্ছা রইল :খুশি: