অফিসে বসে বসে ইংলিশ গানের ভিডিও গান দেখছিলাম গান টাইটেল Tears Don’t Falls ব্যান্ড দল Bullet For My Valentine এর ।। পাশের অফিস এর আঙ্কেল যে কখন আসলো খেয়াল করতে পারলাম না ।। তিনি এসে অনেকক্ষন ধরে দারিয়ে ছিলেন বলে মনে হল ।। তারপর গান শেষ হয়ার একটু পর এসে আমাকে কিছু প্রশ্ন করল যার উত্তর দিতে গিয়ে রীতিমত আমার গলদ ঘর্ম ।। উনার প্রস্নগুলো নিন্মরুপে সম্পূর্ণভাবে তুলে দেয়া হল……………….
আঙ্কেলঃ আঙ্কেল এই ব্যান্ড দলের নামটা কি ??
আমিঃ জি আঙ্কেল ব্যান্ড দলের নাম Bullet For My Valentine ।।
আঙ্কেলঃ মানেটা কি এই ব্যান্ড এর নামের ??
আমিঃ আমার ভালোবাসার জন্য গুলি ।।
অফিসে বসে বসে ইংলিশ গানের ভিডিও গান দেখছিলাম গান টাইটেল Tears Don’t Falls ব্যান্ড দল Bullet For My Valentine এর ।। পাশের অফিস এর আঙ্কেল যে কখন আসলো খেয়াল করতে পারলাম না ।। তিনি এসে অনেকক্ষন ধরে দারিয়ে ছিলেন বলে মনে হল ।। তারপর গান শেষ হয়ার একটু পর এসে আমাকে কিছু প্রশ্ন করল যার উত্তর দিতে গিয়ে রীতিমত আমার গলদ ঘর্ম ।। উনার প্রস্নগুলো নিন্মরুপে সম্পূর্ণভাবে তুলে দেয়া হল……………….
আঙ্কেলঃ আঙ্কেল এই ব্যান্ড দলের নামটা কি ??
আমিঃ জি আঙ্কেল ব্যান্ড দলের নাম Bullet For My Valentine ।।
আঙ্কেলঃ মানেটা কি এই ব্যান্ড এর নামের ??
আমিঃ আমার ভালোবাসার জন্য গুলি ।।
আঙ্কেলঃ ভালোবাসার মানুষকে কি কেউ গুলি মারে নাকি ??
আমিঃ আঙ্কেল এটা শুধুমাত্র একটা গানের নাম বাস্তবের সাথে কোনো মিল নেই ।।
আঙ্কেলঃ বাস্তবে সাথে মিল নেই যে গানের এইসব গান শুনে লাভ কি ??
আমিঃ আসলে অনেকদিন থেকে ওদের গান ভালো লাগে তাই শুনি ।।
আঙ্কেলঃ ভালোলাগলেই যে শুনতে হবে এমন তো কোনো কথা নেই তায় না ??
আমিঃ আসলে ওরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটা ভালো ব্যান্ড এবং ওদের অনেক হিট গান আছে ।।
আঙ্কেলঃ হিট গান থাকলেই যে ওরা ভালো ব্যান্ড কে বলল তোমাকে ??
আমিঃ আসলে আঙ্কেল আন্তর্জাতিক মিউজিক মার্কেটে ওদের গানের চাহিদা অনেক বেশি ।।
আঙ্কেলঃ তাই নাকি আঙ্কেল তা ওরা কি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে ??
আমিঃ না আঙ্কেল ওরা তো ব্যান্ড এর গান করে শুধু রবীন্দ্রসঙ্গীত করার সময় আছে নাকি ওদের ।।
আঙ্কেলঃ ওরা কি নজরুল সঙ্গীত করতে পারে ??
আমিঃ না আঙ্কেল ওরা এইসব গান কেনো করবে ওরা তো অনেক ব্যস্ত ।। বিভিন্ন দেশে কত রকম কনসার্ট করে কত্ত ফ্যান ওদের কত্ত জনপ্রিয়তা ।।
আঙ্কেলঃ ওরা কি শাহ আব্দুল করিমের গান করে ??
আমিঃ না আঙ্কেল ওরা তো এইসব গান হয়তোবা শুনেই নাই করবে কি ভাবে ।।
আঙ্কেলঃ ওরা রবীন্দ্রসঙ্গীত জানেনা নজরুল সঙ্গীত জানেনা শাহ আব্দুল করিম কে চেনেনা তাহলে ওদের গান শুনে কি লাভ ??
আমিঃ আসলে আঙ্কেল লাভ ক্ষতির হিসাব করে তো আর গান শুনা যায়না গানের কথা সুরের উপর গানের ভালোলাগা নির্ভর করে ।।
আঙ্কেলঃ কিন্তু আঙ্কেল আমাদের দেশেও ব্যান্ড টিম আছে এবং ওরাও দেশের বাইরে গিয়ে কনসার্ট করে থাকে এবং ওরাও অনেক ব্যস্ত ।। কিন্তু ওরা তো আমাদের দেশের ঐতিয্যকে বিসর্জন দেয়নি ।। আমাদের দেশের শিল্পকে বুকে লালন করে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে নজরুল সঙ্গীত এবং লালন গীতিও ও করছে তাহলে বিদেশের ব্যান্ডগুলো কেনো রবীন্দ্র নজরুল লালন থেকে দূরে থাকবে ?? রবীন্দ্রসঙ্গীত ইংরেজিতে অনুবাদ করে অনেক শিল্পী গান করে বিদেশের আমাদের নজরুলকে নিয়ে আমেরিকাতে নজরুল রিসার্চ সেন্টার আছে লালনের গান করে আমাদের দেশের অনেক শিল্পী পুরস্কার পেয়েছে ।।
আমিঃ তার মানে কি আঙ্কেল আপনি বলতে চাইছেন যে বিদেশের ব্যান্ডগুলোর ও রবীন্দ্র নজরুল লালনের গান জানা উচিত ??
আঙ্কেলঃ আমার তো তাই মনে হয় কিন্তু সেইটা যে কততুকু সম্ভব সেইটায় দেখার বিষয় ।।
আমিঃ আমার মনে হয়না আঙ্কেল সেইটা আদো সম্ভব কারন ওরা যেই ধরনের গান করে তার সাথে রবীন্দ্র, নজরুল অথবা লালন কিন্তু মিল করা যাইনা ।। কারন ওদের গানগুলো খুব রক এবং মেটাল ধরনের ।।
আঙ্কেলঃ কিন্তু আঙ্কেল আমাদের দেশেও রক ব্যান্ড আছে এবং ওরাও কিন্তু মেটাল ধরনের গান করে ।। ওরা শুধু চিল্লাই না লাফাই না বরং ভালো ভালো কিছু গান ও আমাদের উপহার দেয় ।।
আমিঃ আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ যে আর কেউ না হোক আপনি আমাদের সাথে গলা মিলিয়েছেন ।।
আঙ্কেলঃ মানে কি বলছ তুমি ??
আমিঃ আসলে আঙ্কেল আমাদের পরিচিত অনেকেই আছে আপনাদের বয়সের যারা ব্যান্ড এর গানকে একদম সহ্য করতে পারেনা শুধু বলে এইসব গানের কোনো অর্থ আছে নাকি খালি লাফাইতে লাফাইতে চিল্লাই আর চিল্লাইতে চিল্লাইতে লাফাই ।।
আঙ্কেলঃ আসলে আঙ্কেল আমিও কিন্তু সেইটায় মনে করতাম কিন্তু কিছুদিন আগে বাংলাদেশী বংশদ্ভুত “ক্ষ” নামের একটা ব্যান্ড আমাদের জাতীয় আমাদের জাতীয় সঙ্গীতকে অনেক ভালোভাবে উপস্থাপন করেছে আমার দেখে অনেক ভাল লেগেছে ওদের প্রচেষ্টাকে ওরা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য ।।
আমিঃ কিন্তু আঙ্কেল অনেকেই তো ওদের অনেক সমালোচনা করেছে কেউ কেউ বলেছে ওদেরকে জরিমানা করা উচিত আবার কেউ কেউ বলেছে ওদের ক্ষমা প্রার্থনা চাওয়া উচিত ??
আঙ্কেলঃ আসলে আঙ্কেল সবার নিজের নিজের মতামত আছে তাই সবাই সব কিছুকে সমানভাবে নেয়না কেউ হউতো ওদের কাজটাকে পসিটিভ নিয়েছে আবার কেউ হয়তোবা নেগেইভ সুতরাং এটা যার যার ব্যাক্তিগত ব্যাপার ।। আমি পসিটিভ ভাবে নিয়েছি সুতরাং আমি পসিটিভদের দলে আছি এবং আমি ওদের সমর্থন কর যাবো ।। উনি আমাকে উনার মোবাইল থেকে শিরোনামহীন ব্যান্ড এর রবীন্দ্রসঙ্গীত এ্যালবাম এর সবগুলো গান দেখিয়ে বললেন আঙ্কেল ওরা ও কিন্তু আমাদের দেশের জনপ্রিয় ব্যান্ড দল আর আমার মতো অনেকেই আছে যারা ওদের গান পছন্দ করি ।।
আমিঃ হম আঙ্কেল ঠিক বলেছেন আপনি ।।
আঙ্কেলঃ আঙ্কেল ব্যান্ড এর গান সবসময় শোনা যায়না এটা ঠিক কিন্তু মাঝে মাঝে কিছু ব্যান্ড এর গান আমাদের শুনতেই হয় যেগুলো না শুনলেয় নয় ।।
আমিঃ হম আঙ্কেল আসলেই আপনার কথাগুলোতে অনেক যুক্তি আছে এবং অনেক ভালো লাগল আপনার সাথে কথা বলে ।।
আসলেই মানুষের চাওয়ার শেষ নেই বলেই হয়তো আঙ্কেল চাওয়াটা অনেক উপরের যা আদো সম্ভব না বলে আমি মনে করি তাই বলে ইংলিশ গান শুনা ছেড়ে দেবো তা কিন্তু না বাংলা ব্যান্ডের গানের পাশাপাশি ইংলিশ গান শুনা যায়……………ধন্যবাদ ।।
আঙ্কেল কে
আঙ্কেল কে :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
আমিও দিয়েছি আঙ্কেলকে
আমিও দিয়েছি আঙ্কেলকে :থাম্বসআপ: আপনারটা ও দিয়ে দেবো……… :ভেংচি:
(No subject)
:হাসি: :হাসি: :থাম্বসআপ:
(No subject)
:নৃত্য: