এই কৈশোর অক্সিজেনের নিদারুণ অপচয়ে ব্যস্ত।
রক্তমাংসের এই শরীরে,
বিদ্যুত্ প্রবাহের ভাব।
বদ্ধ ঘরের স্বপ্নগুলো,
এক মুহুর্তের ক্লিকেই,
হয়ে যায় নিঃশেষ।
নির্ঘুম চোখদুটি আকাশ দেখে।
তাকে ছুঁতে পারার আশা,
ডাস্টবিনে পঁচে যাওয়া উচ্ছিষ্টের মতই,
কালো কুকুরের আহার।
ইংরেজী ২১ / ০৫ / ১৩
(উত্সর্গঃ সেইসব মানুষদেরকে যারা তথাকথিত সমাজব্যবস্থার কাছে সবসময়ই মার খেয়ে যায়।
এই কৈশোর অক্সিজেনের নিদারুণ অপচয়ে ব্যস্ত।
রক্তমাংসের এই শরীরে,
বিদ্যুত্ প্রবাহের ভাব।
বদ্ধ ঘরের স্বপ্নগুলো,
এক মুহুর্তের ক্লিকেই,
হয়ে যায় নিঃশেষ।
নির্ঘুম চোখদুটি আকাশ দেখে।
তাকে ছুঁতে পারার আশা,
ডাস্টবিনে পঁচে যাওয়া উচ্ছিষ্টের মতই,
কালো কুকুরের আহার।
ইংরেজী ২১ / ০৫ / ১৩
(উত্সর্গঃ সেইসব মানুষদেরকে যারা তথাকথিত সমাজব্যবস্থার কাছে সবসময়ই মার খেয়ে যায়।
*শুধু ৫০টা শব্দের জন্য গত এক ঘন্টা ধরে এত হ্যাপায় পড়তে হচ্ছে। আমাদের যাদের মাথা ছোট তারা দুই লাইন লিখতেই কাত হয়ে যাই তাদের জন্য ৫০শব্দের লিমিটটা কি একটু বেশি হয়ে যায় না? আর ক্ষেত্রবিশেষে এই লিমিটটা একএক রকম হলেই কি ভালো না? ইষ্টিশন মাষ্টারটা ব্যাপারটা ভেবে দেখতে অনুরোধ জানাচ্ছি।)
নির্মম বাস্তবতা
নির্মম বাস্তবতা
ধন্যবাদ।
ধন্যবাদ।
সত্য
সত্য
ভালই…
ভালই… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
সহমত
সহমত
ধন্যবাদ।@আমি দেশপ্রেমিক
ধন্যবাদ।@আমি দেশপ্রেমিক
ধন্যবাদ।@তারিক লিংকন
ধন্যবাদ।@তারিক লিংকন
ভালই…
ভালই…