আমার এই লেখাটি উৎসর্গ
সাভারের সেই ১০৮০ জন নিহত মানুষ কে,যাদের জন্য এই বাংলাদেশের অর্থনীতিক চাকা এত সচল…
আমার এই লেখাটি উৎসর্গ
সাভারের সেই নিহত বোনটির জন্য যে তার শেষ কথাটি তার ভাইকে চিঠি দিয়ে বলতে চেয়েছে,ক্ষমা করো বোন হয়তবা আজ তুমি আমাদের এই সভ্য সমাজেই থাকতে কিন্তু কিছু অসভ্য মানুষ তোমাকে মৃত্যুর মাঝে ঠেলে দিয়েছে…
আমার এই লেখাটি উৎসর্গ
সাভারের সেই নিহত যুগল কে,আমরা হয়তবা জানিনা তোমরা কারা কি তোমাদের সম্পর্ক কিন্তু তোমাদের মৃত্যুর আগের বেদনাদায়ক সৃতিটা হয়তো বুঝতে পাড়ছি…
আমার এই লেখাটি উৎসর্গ
আমার এই লেখাটি উৎসর্গ
সাভারের সেই ১০৮০ জন নিহত মানুষ কে,যাদের জন্য এই বাংলাদেশের অর্থনীতিক চাকা এত সচল…
আমার এই লেখাটি উৎসর্গ
সাভারের সেই নিহত বোনটির জন্য যে তার শেষ কথাটি তার ভাইকে চিঠি দিয়ে বলতে চেয়েছে,ক্ষমা করো বোন হয়তবা আজ তুমি আমাদের এই সভ্য সমাজেই থাকতে কিন্তু কিছু অসভ্য মানুষ তোমাকে মৃত্যুর মাঝে ঠেলে দিয়েছে…
আমার এই লেখাটি উৎসর্গ
সাভারের সেই নিহত যুগল কে,আমরা হয়তবা জানিনা তোমরা কারা কি তোমাদের সম্পর্ক কিন্তু তোমাদের মৃত্যুর আগের বেদনাদায়ক সৃতিটা হয়তো বুঝতে পাড়ছি…
আমার এই লেখাটি উৎসর্গ
সাভারের সেই অজানা মানুষটিকে যে তার টিফিনের মুখ টা খুলেছিল তার ক্ষুধা মেটাবার জন্য,ক্ষমা করো ভাই হয়তবা তুমি ছিলে অনেক ক্লান্ত,জীবনের শেষ আহার করতে পারলে না তুমি যার জন্য তোমার এত পরিশ্রম…
আমার এই লেখাটি উৎসর্গ
সাভারের নিহত সেই নবজাতকটিকে যার জীবনটি শুরু হওয়ার আগেই ঝরে গেলো নির্মম ভাবে,ক্ষমা করো আমাদের তুমি দেখতে পারলে না এই পৃথিবীর আলো…
আমার এই লেখাটি উৎসর্গ
সেই মা টিকে যে মারা গিয়েছে অসহ্য যন্ত্রণা সহ্য করে,ক্ষমা করো আমাদের আমরা তোমাকে বাচাতে পারলাম না…
আমার এই লেখাটি উৎসর্গ
সাভারের ধংশস্থুপের নীচে অসহ্য যন্ত্রণায় ছট-ফট করে মারা যাওয়া সেই ভাই-বোনদের যারা একটু বাতাস আর পানির জন্য ছট-ফট করে মারা গিয়েছে,ক্ষমা করো ভাই-বোনেরা হয়তো আমরা বুঝতে পারছিনা তোমাদের মৃত্যুর আগের ভয়ংকর সেই যন্ত্রণা টুকু কিন্তু তোমাদের কে বাঁচাতে না পারার যন্ত্রণা সহ্য করতে হবে আমাদের আজীবন…
আমরা ক্ষমা প্রার্থী সাভারের দুর্ঘটনায় নিহত সকলের কাছে যদিও তোমাদের মৃত্যু এরকম ভাবে হবে তা আমাদের ধারনা ছিলনা।কিন্তু, কিছু নরপশুদের কারনে তাদের টাকার লোভের কারনে তোমাদের কে এভাবে ঠেলে দেয়া হল মৃত্যুর কোলে।ক্ষমা করো আমাদের তোমরা যেভাবে আমাদের দেশের অর্থনৈতিক চাকা চালু রাখতে তার প্রতিদান আমরা দিতে পারলাম না।আমি জানি আমরা ক্ষমা পাওয়ার যোগ্য না,এমনকি আমরা তোমাদের হত্যাকারীরও বিচার করতে পারলাম না সে পালিয়া গেলো আমাদের চোখ কে ফাকি দিয়ে।
আমি আজ নিজেকে লজ্জিত মনে করি একজন সভ্য মানুষ হিসেবে।
আমি মনে রাখব তোমাদের কথা যতদিন আমি পরিধান করবো তোমাদের তৈরি কোন পোশাক
আমি মহান আল্লাহ’র কাছে তোমাদের আত্তার মাগফিরাত কামনা করে দোয়া করি…
আমি আজ নিজেকে লজ্জিত মনে করি
আমি আজ নিজেকে লজ্জিত মনে করি একজন সভ্য মানুষ হিসেবে। –
(No subject)
:মনখারাপ: :মনখারাপ: :মনখারাপ: :মনখারাপ: