অধরচন্দ্র বিদ্যালয়ের মাঠে,
আমি দেখেছি শতরুদ্ধ এক বৃদ্ধ।
তাঁর হাতে মৃতা কন্যার ছবি,
খেয়ালী পিশাচের ছলনায় পড়ে খুইয়েছে তাঁর সবি।
অধরচন্দ্র বিদ্যালয়ের মাঠে,
আমি দেখেছি শতরুদ্ধ এক বৃদ্ধ।
তাঁর হাতে মৃতা কন্যার ছবি,
খেয়ালী পিশাচের ছলনায় পড়ে খুইয়েছে তাঁর সবি।
নিখোঁজ কন্যা, কোথায় লাশ, কোথায় মৃতদেহ?
শুধু বুক ভরা আজ ফেটে পড়া ক্ষোভ, বেদনা অসহ।
বৃদ্ধর অশ্রুসিক্ত আঁখি
তাঁর গাল বেয়ে গড়িয়ে পড়া নোনা পানি,
আর কম্পমান ঠোঁটে ফোটে ওঠা
বেদনাবেগে জর্জরিত বাণী।
কে খাওয়াবে তাঁকে আর???
সোহেল রানা, জবাব কি দেবে তার???
সোহেল রানা কি মানুষ?
হিটলারও ভাবছে এ কথা,
মীর জাফরও ভাবছে বসে আজ,
এ কেমন বিশ্বাসঘাতকতা???
(No subject)
:মনখারাপ: :মনখারাপ: :মনখারাপ:
মন খারাপ হয়ে গেল পড়ে
মন খারাপ হয়ে গেল পড়ে :মনখারাপ: :মনখারাপ:
কবিতা ভাল হইছে
কবিতা ভাল হইছে