আকাশময় কবিতা ছাপিয়ে
ভুলে গেল কবি, অথবা জানলোইনা
ছাপা খরচা
আকাশেরই দেয়ার কথা !
কথাটার শুদ্ধরূপ হবে
“Mind is faster than time”
আর না হলেও, স্বপ্নে বিহ্বল ।
মৃত্যু, ধর্ষণ ও যুদ্ধের কবিতা লিখতে লিখতে
সকল কবিরাই ভুলে গেছে
কবিতা শুধুই প্রেমের হয় ।
আমি ভুলতে পারিনি বলে
হতে পারিনি এখনো কবি :
কবিদের ভীড়ে আমি একাই
সাধারণ মানুষ ।