:কানতেছি: একটা ফালতু পোষ্ট !!
আজকে আমার ইজ্জত আজকে ভেলপুরি হইয়া গেলো!! :'(
আমার বউ এর আগেই আমার মেশিন অন্যকেউ দেইখা ফালাইলো!! 🙁 পোলাগো যদি রেপ হউয়ার সুযোগ থাকত তাইলে আইজকা আমি হিসাব মতে রেপড হইলাম :'(
ঘটনাঃ আজকে ছিল আমার নেভির পরীক্ষা তাই সকাল বেলা উইঠাই গোসল টোসল কইরা রেডি হইয়া বিএন কলেজে উপস্থিত হইলাম। আধা ঘণ্টা সামনে পিছে ঠ্যালাঠ্যালি কইরা অবশেষে পরীক্ষা কেন্দ্রে এন্ট্রি মারলাম।
:কানতেছি: একটা ফালতু পোষ্ট !!
আজকে আমার ইজ্জত আজকে ভেলপুরি হইয়া গেলো!! :'(
আমার বউ এর আগেই আমার মেশিন অন্যকেউ দেইখা ফালাইলো!! 🙁 পোলাগো যদি রেপ হউয়ার সুযোগ থাকত তাইলে আইজকা আমি হিসাব মতে রেপড হইলাম :'(
ঘটনাঃ আজকে ছিল আমার নেভির পরীক্ষা তাই সকাল বেলা উইঠাই গোসল টোসল কইরা রেডি হইয়া বিএন কলেজে উপস্থিত হইলাম। আধা ঘণ্টা সামনে পিছে ঠ্যালাঠ্যালি কইরা অবশেষে পরীক্ষা কেন্দ্রে এন্ট্রি মারলাম।
ঢুইকাই দেখি সিরাম পিনিক। প্রথমেই মেডিক্যাল হইব!! একজন নেভাল ডাক্তার চেগাইয়া বইসা আছে সাথে আরেক লোক।
আমি কইলামঃ মে আই কাম ইন?
ডাক্তার সাবঃ হুম।
ডাক্তারের চামচাঃ জলদি প্যান্ট খুলো!!জামা খুলো!!
আমিঃ [চোদনালোকিত হইয়া] ক্যানও স্যার??
চামচাঃ [স্যার শুইনা পুলকিত হইয়া] চেকাপ হবে!! :B
আমিঃ [প্যান্ট শার্ট খুলতে খুলতে] জি আচ্ছা।
চাড্ডি পরিহিত অবস্থায় চামচা আমার উচ্চতা + ওজন মাইপা কইল স্যার অভার ওয়েট ১১ পাউন্ড!!
একচোখে হাত দিয়া দূরের একটা লেটার বক্স দেখাইয়া কইল পড়!! আমি পড়লাম!! ঠিকঠাক।
তারপর কইল চাড্ডি নামাও!! :/
কি আর করা চাড্ডি নামাইয়া খাড়াইলাম। এই পরথম ডাক্তার সাব কইল “ঐটা” [মেশিন] টান দাও!!!
আমিঃ [চোদনা মার্কা ফেস কইরা আবুল হইয়া জিগাইলাম] কি??
চামচাঃ তোমার ****!!
কি আর করা তাও টান দিয়া দেখাইলাম। ডাক্তার সাব কইল এইবার উল্টা হউ !! উল্টা হইয়া নিচু হইয়া কাশী দাও!! তাও দিলাম!!
বের হইবার সময় হাতে আমার মেডিক্যাল সার্টিফিকেট ধরাইয়া দিলো। আমি লেখা দেখলাম ” Every thing is OK but due to 11 pounds Over Weight This medical certificate is not allowed. ”
তারপর জনৈক মেরিন সেনা আমারে বাইরে পাঠাইয়া দিলো। বাইরে বের হইয়া আমি বুঝলাম না ব্যাটা তোরা আমার Weight-ই তো নিলি সবার আগে তাইলে যখন দেখলি Weight বেশি তখন আমার চাড্ডি খুলাইয়া মজা লইতে কইছিল ক্যাডা ?? আমার মেশিন দেখার এতই শখ তাইলে মাইয়া আমার লগে বিয়া দিয়া মাইয়ারে দিয়া ছবি উঠাইয়া নিলেই পারতা এত বাল কইরা কি লাভ?? আর নেভিতে যাইতে আমার মেশিনের চেহারা কিরকম এইটা না দেইখা আমার চেহারা কিরাম সেইটা দেখাই বেশি ভালো !!! বুঝলেন মিস্টার নেবাল থুক্কু নেভাল ডাক্তার!! :কানতেছি:
কস্কি মমিন!!! চাড্ডিও খোলা
কস্কি মমিন!!! চাড্ডিও খোলা লাগে??? :লইজ্জালাগে: :লইজ্জালাগে: :লইজ্জালাগে:
হ ভাই
হ ভাই :'( :কানতেছি:
খালি চাড্ডি খোলায় না, সাথে
খালি চাড্ডি খোলায় না, সাথে বিচিতে টিপ দিয়া দেখে বিচি একটা নাকি দুইটা :p
ক্যান? তাদের কী একটা না’কি?
:মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: ক্যান? তাদের কী একটা না’কি? তাই অন্যদের দু’টো হলে হিংসা লাগে??? :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
মেশিন দেখার উদ্ধেশ্যে হইল,
মেশিন দেখার উদ্ধেশ্যে হইল, মেশিনডা কোথাও ব্যবহার হইছে কিনা, তা যাচাই করার জন্য ! তা যাই হোক কাজের কাজ তো হলোনা হুদাহুদি মেশিনডা দেখাইলেন কেন?
আমি কি জানতাম যে কাজ হইব না
আমি কি জানতাম যে কাজ হইব না 🙁 মেশিন দেইখা তারপর কইল ওজন বেশি 🙁
অতিরঞ্জন…
আমি নিশ্চিতভাবে
অতিরঞ্জন…
আমি নিশ্চিতভাবে বলছি, অতিরঞ্জন…..
:মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি:
সহমত
সহমত
মেশিন দেখে কইল ওজন বেশী ! তা
মেশিন দেখে কইল ওজন বেশী ! তা ওজনটা কার বেশী দেহের না মেশিনের ?
আমার!! মেশিন এর ওজন বেশি হইলে
আমার!! মেশিন এর ওজন বেশি হইলে আমিও খুশি হইতাম 😛
(No subject)
:p
একই অভিজ্ঞতা আমারও আছে,
একই অভিজ্ঞতা আমারও আছে, হালারা ওভার ওয়েটে বাদ দিবি, বিচি নিয়া টানাটানির কি দরকার তগো 🙁
অতিরঞ্জন…
আমি নিশ্চিতভাবে
অতিরঞ্জন…
আমি নিশ্চিতভাবে বলছি, অতিরঞ্জন…..
:ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি:
মনে হয় না অতিরঞ্জন। কারন
মনে হয় না অতিরঞ্জন। কারন ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার মেডিকেল চেক আপের সময়ও একই কাম করে। তয় তখন তো বালক বেলা, এই বুইরা বয়সে :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
আমি বারবার অতিরঞ্জন বলছি!!
আমি বারবার অতিরঞ্জন বলছি!! কারণ আছে…
আমি দেখে জয় করে এসেছি!!
দুইটা Irrelevant ব্যপারকেও একসুতায় বাঁধাটা ঠিক হবে না!!
কারণ ডিসিশন নিয়েছে বোর্ড আর পরীক্ষার্থীরা জেনেছে স্টাফ খ্যাত সৈনিকদের কাছে! একমাত্র ISSB, DP Interview এর রেজাল্ট কমিটির প্রধান বা ডেপুটি নিজে বলে ব্যাখ্যা করে দেন কে কেন টিকেছে বা টিকে নাই…
আর তাই বাকিদের কথার কোন ভিত্তি নায়!
পাইলস, ওভার ওয়েট, প্যান্ট খোলা সবই ভিন্ন ভিন্ন কারণ…
যা জানছেন তা অনেকটা বাঙ্গালীর স্বভাবসুলভ গুজব…
আপনি কি বলতে চাচ্ছেন আমি
আপনি কি বলতে চাচ্ছেন আমি চান্স পাইনি তাই এখন গালগপ্পো করতে আসছি?? আপনার কাছে গালগপ্পো করে আমার লাভ কি?? হুদাই মিয়া ফালতু কথাবার্তা
সহমত
সহমত
আমি কিন্তু এই লেখা পড়ি নাই
আমি কিন্তু এই লেখা পড়ি নাই :দেখুমনা: :দেখুমনা: :দেখুমনা:
(No subject)
:খাইছে: :চিন্তায়আছি: