আমি এখানে নতুন আশা করি আপনারা সবাই আমাকে ভাল ভাবেই আপনাদের পরিবারের সদস্য হিসেবেই নিবেন।আমার লেখায় কোন ভুল পেলে বড় হিসেবে শুধরে দিবেন।আমার সম্পর্কে বলার তেমন কিছু নেই।আমি এবার HSC পরীক্ষা দিচ্ছি।আমার মনে হয় ইস্টিশনের সবার ছোট আমি।আমাকে কোন প্রকার রাজনৈতিক ও ধর্মীয় প্রশ্ন করবেন না।আমার মনে হয় আপনাদের সহযোগীতা পেলে আমার সুবিধে হবে।
এই ধরনের বক্তব্যহীন ব্যক্তিগত
এই ধরনের বক্তব্যহীন ব্যক্তিগত স্ট্যাটাস আকারের পোস্টের ক্ষেত্রে ইস্টিশন সব সময়ই নিরুৎসাহিত করে। আপনার পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে দেওয়া হল, যা আপনার আপনার ব্যক্তিগত ব্লগে সংরক্ষিত থাকবে।
মডারেশন প্যানেলের পক্ষ থেকে নবাগত হিসাবে আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা জানানো হল।
যা বলার; তা তো; ইস্টিশন
যা বলার; তা তো; ইস্টিশন মাস্টার বলে দিয়েছেন। আমিও নতুন, আসে;ন আপনাকে স্বাগতম জানাই :ফুল: :ফুল: :ফুল: