:মাথাঠুকি: :মাথাঠুকি: ~~ হে বঙ্গবাসী তোমরা যারা রবীন্দ্র চর্চা কর ~~ :মাথাঠুকি: :মাথাঠুকি:
হে বঙ্গবাসী,
তোমাদের মধ্যে যাহারা রবীন্দ্র সঙ্গীত চর্চা করিয়া থাক তাহাদের জন্যে নতুন “ড্রেস কোড” আসিয়াছে।B-)B-) কেহ শাড়ী অথবা পাঞ্জাবী (ক্ষেত্রবিশেষে পরিধেয় 😉 ) ছাড়া অন্যকিছু পরিধান করিয়া রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করিলে তাহা শ্রোতাকুলের কাম-লালসা জাগাইয়া উঠাইতে পারে যাহার কারণে তোমার অখাদ্য টাইপের গানও শ্রোতাকুল অসাধারণ মনেকরিয়া তাহাকে হিট খাওয়াইয়া দিবে। এইকারণেই বর্তমানের অনেক শিল্পীদের গান হিট খাইয়াছে। কারণ শিল্পীদের পরিধেয়র চিপায় চাপায় তাকাইয়া শ্রোতাকুল গানের মর্ম উদ্ধারের চেষ্টা চালায়। তাই এই “ড্রেস কোড” মানিয়া গান পরিবেশন করিলে অচিরেই হয়তো আমরা রবীন্দ্র আইটেম সঙ্গ গুলিকে প্রতিহত করিতে পারিব। :মাথানষ্ট: :মাথানষ্ট:
— মিতা হকের অমর বাণী
এই ধরণের কুরুচি সম্পন্ন কথা কারও কিভাবে মাথায় আসে তাহা আমার বোধগম্য ছিল না।
ইউটিউবের লিংকটা ওপেন হয় না
ইউটিউবের লিংকটা ওপেন হয় না আমার এখানে। এইটা কি “ক্ষ” ব্যান্ডের “আমার সোনার বাংলা” গানের মিউজিক ভিডিওটা?
না না, এইটা মিতা হক আর মাকসুদ
না না, এইটা মিতা হক আর মাকসুদ ভাইয়ের একটা লাইভ টকশো র ভিডিও। জঘন্য কিছু উক্তি মিতা হক এর। :/
ড্রেস কোড?
আমি
ড্রেস কোড? :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
আমি ভিডিওটা দেখতে পাচ্ছি না। মিতাজিকে সামনে পেলে জিজ্ঞেস করতুম, রবীন্দ্র সঙ্গীত গাইবার সময় চোখ কতটুকু ঢুলুঢুলু রাখতে হবে, কতটুকু নাকি সুরে ঘুম পাড়ানি টোনে গাইতে হবে ইত্যকার বিষয়েও উনি কোন কোড প্রবর্তন করেছেন কিনা?
কি বুইলছেন বাহে!! আপনার কি
কি বুইলছেন বাহে!! আপনার কি ইয়ুটিউব চলে না নাকি??
কেন এত বৈষম্য??
গ্রামে থাকি বাহে। নেট এমনিই
গ্রামে থাকি বাহে। নেট এমনিই স্লো। তার উপর বিটিআরসি নাকি ৭৫% স্পিড ঘ্যাচাং করে দিচ্ছে। :মাথাঠুকি:
আর কইয়েন না ভাই ডিজিটাল
আর কইয়েন না ভাই 🙁 ডিজিটাল বাংলাদ্যাশ শ্যাখহাচিনা’র
এইটা কি ধরনের মন্তব্য !!!!!!
এইটা কি ধরনের মন্তব্য !!!!!! আসলেই কুরুচিপূর্ণ । শেম অন হার । :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি:
সিনিয়র শিল্পীরা যদি মাথার
সিনিয়র শিল্পীরা যদি মাথার বুদ্ধি সব পশ্চাদ্দেশে বিসর্জন দেয়, তাহলে এই ধরণের কথাই শুনতে হবে আমাদের।
:মাথাঠুকি: :মাথাঠুকি:
উক্ত স্থানে কাহার/কাহাদের
উক্ত স্থানে কাহার/কাহাদের সমালোচনা করা হইল কিছুই বোধগম্য হইল নহে..…।
যাহা শেয়ার করিয়াছি, একখানি
যাহা শেয়ার করিয়াছি, একখানি ইয়ুটিউব লিঙ্ক, উহাতে মিতা হকের কথোপকথন শুনিলেই আপনার সকল কিছু বোধগম্য হইবে বোধকরি। 😀
এক কথায় প্রকাশ করুন।
পাগলের
এক কথায় প্রকাশ করুন।
পাগলের প্রলাপ=?
মিতা হক
মিতা হক :নৃত্য: