কি এবং কী এর পার্থক্য আমাদের সবারই জানা উচিৎ, এবং মনে হয় জানিও অনেকে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ শিক্ষক বিশেষ করে গ্রামের শিক্ষকরা এ ব্যাপারে অজ্ঞত।
WHAT মানে কী
আর যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়, সেসব প্রশ্ন ‘কি’ দিয়ে হবে।
উদাহরণঃ
তুমি কি খেয়েছ?
– হ্যাঁ।
তুমি কী খেয়েছ?
– ভাত।
আমি অনেক শিক্ষক দেখেছি যারা এই সহজ বিষয়টা জানে না। ফলে ছাত্ররাও ভুল শিখছে। অনেক সময় একই বইয়ের একই পৃষ্ঠায় দুইরকম ‘কি’ দেখে ছাত্ররা কৌতূহলি হয়ে শিক্ষককে প্রশ্ন করে, ‘কোনটা সঠিক?’
শিক্ষকও যথেষ্ট গম্ভীরতার সাথে জবাব দেন, ‘দুইটাই’ অথবা, ‘হ্রস্ব ই কার হবে। বইয়ে ভুল আছে।’
কালের কণ্ঠের ‘দেশ জানো বিশ্ব জানো’ প্রতিযোগিতার টিভি বিজ্ঞাপনে দেখা যেত ঘুড়িতে লেখা ‘জাতীয় ফুলের রঙ কি?’
স্পষ্ট ভুল।
বাংলা বানানের প্রতি আমাদেরকে আরো যত্নশীল হতে হবে।
সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে,
সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে, আমাদের শিক্ষরা পর্যন্ত বাংলা বানানের প্রতি যত্নশীল নন…
আমাদের দেশে যে প্রতিষ্ঠানের
আমাদের দেশে যে প্রতিষ্ঠানের কাজ সে প্রতিষ্ঠান করে না ! ফলে বর্তমানের এই অবস্থা ! খোঁজ নিয়ে দেখা যাবে, বেশীরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই বাংলা একাডেমীর বাংলা অভিধান নাই !
মামনীয় শিক্ষা মন্ত্রির দৃষ্টি আকর্ষণ করছিঃ অতি সত্ত্বর দেশের সকল শিক্ষা প্রকিষ্ঠানে বাংলা একাডেমীর বাংলা অভিধান সরবরাহ করা হোক । সেসাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকদেরকে বছরে অন্ততঃ ৩ মাস বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক…
আমার বানান এ সেইরকম ভুল হয় ।
আমার বানান এ সেইরকম ভুল হয় । আমার প্রত্যেকটা পোস্ট এ বানান ভুল একগাদা কইরা । :মাথানষ্ট: :মাথানষ্ট:
পোস্ট লেখার সময় সামনে একটা
পোস্ট লেখার সময় সামনে একটা বাংলা একাডেমির বাংলা অভিধান লইয়া বইসেন…