শোন ললনা, আমাকে তো পাত্তা দিলেই না।
তাই তোমার সাথে আমার হয়ে উঠেনি।
সেন বংসের সম্রাটদের কথা শুনেছ নিশ্চয়ই।
এদের উত্তরসুরিদের একজন হল এই ” মহাসেন”।
এমন উচ্ছসিত হচ্ছ কেন মহাসেনকে নিয়ে?
খুব পছন্দ হয়েছে, তাই না?
তবে মনে রেখ, সেন বংশ কিন্তু
ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে।
তোমার মহাসেনের জায়গা হয়ত ইতিহাসের আস্তাকুড়েও হবে না।
অতএব আস, আমার হাতটি ধর।
তোমাকে আমার বুকের ভিতরে আশ্রয় দেব।
তুমি শুধু চুপটি করে বসে থাকবে,
বিশ্বাস, আমার শরীরের একটা পশমও নাড়াতে পারবে না ঐ মহাসেন!!!
কথা দিলাম!!!
সুন্দর লিখেছেন
সুন্দর লিখেছেন 🙂
ধন্যবাদ…
ধন্যবাদ…
কোবতে বুঝিনা ভাই
কোবতে বুঝিনা ভাই :মনখারাপ: :মনখারাপ: :মনখারাপ:
(No subject)
:টাইমশ্যাষ:
(No subject)
:চিন্তায়আছি: :চিন্তায়আছি: :চিন্তায়আছি:
(No subject)
:ফুল: :ফুল: :ফুল: