ওহে মহাসেন ! হ্যাঁ তোমাকেই বলছি !-
কিছু মানুষের যেমন সুপ্ত মনুষত্ব থাকে,আশাকরি তুমি মহাসেনেরও ঘুমন্ত মহত্ব আছে।
জাগাও তোমার বিবেক,দেখাও তোমার মহত্ব ! মানুষের মনুষত্ব হীনতার কারনে প্রান গেছে বহু নিরীহের। এখন প্রকৃতির নির্মম ছুঁবলে আর যে প্রান না যায় কোন সাধারণ মানুষের যারা আর কিছুনা শুধু দু’বেলা খেয়ে পড়ে বাঁচতে
ওহে মহাসেন ! হ্যাঁ তোমাকেই বলছি !-
কিছু মানুষের যেমন সুপ্ত মনুষত্ব থাকে,আশাকরি তুমি মহাসেনেরও ঘুমন্ত মহত্ব আছে।
জাগাও তোমার বিবেক,দেখাও তোমার মহত্ব ! মানুষের মনুষত্ব হীনতার কারনে প্রান গেছে বহু নিরীহের। এখন প্রকৃতির নির্মম ছুঁবলে আর যে প্রান না যায় কোন সাধারণ মানুষের যারা আর কিছুনা শুধু দু’বেলা খেয়ে পড়ে বাঁচতে চায় ! পারলে উড়িয়ে দাও ; গুড়িয়ে দাও ঐ গরিবের রক্তচোঁষা মানবতা হীন পশুদের সাম্রাজ্য ! আর শুনতে চাইনা কোন খেটে খাওয়া আমার নিরীহ মা-বাবা , ভাই-বোনদের কান্নার আহাহার আত্ন-চিৎকার ! দেখতে চাইনা কোন পরিবারের একটি মাত্র রোজগেরে ব্যক্তিটির লাশ ! বিবেক থাকলে ফিরে যাও ; হারিয়ে যাও তোমার সৃষ্টির সেই নিমগ্নতায় !!
ছোট তবে সুন্দর লিখেছেন ।
ছোট তবে সুন্দর লিখেছেন । 🙂
অসহায়ের আর্তনাদ…
লাভ নাই
অসহায়ের আর্তনাদ…
লাভ নাই বস!! সুশিক্ষায় একমাত্র মুক্তি দিতে পারবে এই কুপমণ্ডুকতা থেকে!
:মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
ধন্যবাদ ….
ধন্যবাদ ….
এছারা কি দিয়ে ঠেকাবো তাকে !
এছারা কি দিয়ে ঠেকাবো তাকে ! :ভাঙামন:
বার বার আমাদের এই আহাজারিই
বার বার আমাদের এই আহাজারিই ফিরে আসবে আর ওই রক্তচোষা জানোয়ারেরা বারবারই ফুলে ফেপে আরো ধ্বংস করবে এই সমাজকে…
মহাসেন হইলো আল্লামা শফীর
মহাসেন হইলো আল্লামা শফীর গায়েবী শক্তি প্রার্থনার ফল। হেফচুতীয়ারা আগুন দিয়ে কোরআন পুড়াইছে আর এদিকে শফি সাব আল্লাহর কাছে গায়েবী শক্তি চাইছে যার ফলে আল্লাহ দিয়া দিছেন। এখানে কিছু বলার বা করার নাই।
এখানে কিছু বলার বা করার নাই
এখানে কিছু বলার বা করার নাই :লইজ্জালাগে: :লইজ্জালাগে: