প্রত্যেক মানুষেরই বিবেক রয়েছে। কারো কারো বিবেক হয়তো বেশির ভাগ সময় ঘুমিয়ে থাকে। কেউ তাকে জাগানোর চেষ্টা করে না। বিবেককে জাগানো কি খুব কঠিন? নিজের বিবেককে কাজে লাগানো কি অনেক কঠিন কোনো কাজ? নাকি তা অতি সহজ একটি ব্যাপার! যার যার বিবেক সবসময় ভালো কাজে লাগুক এটাই কামনা করি। নিজের বিবেকের পথে চলুক সবাই, কারো দেখানো ভুল পথে নয়।
উদ্দিপ্ত চেতনা দিয়ে লিখেছেন ।
উদ্দিপ্ত চেতনা দিয়ে লিখেছেন । তবে একটা অনুরোধ – ব্লগ এ একটু বিস্তারিত লিখবেন । শুভেচ্ছা রইল 🙂
ধন্যবাদ
ধন্যবাদ
ছোট লেখা। কিন্ত ভালোই হয়েছে।
ছোট লেখা। কিন্ত ভালোই হয়েছে। শুভকামনা।
https://www.facebook.com/nishiddho.bochonshomuho
এটা তো ফেসবুক স্ট্যাটাস হয়ে
এটা তো ফেসবুক স্ট্যাটাস হয়ে গেলো। :মানেকি:
অচেনা যাত্রী যা বলেছেন সেটাই
অচেনা যাত্রী যা বলেছেন সেটাই বলছি।