কিছু দিন আগে ফেবুতে কথায় কথায় কোপা সামসু ইউজ করা হত। মনে করেন আপনি স্ট্যাটাস দিলেন, আমি আর ময়না পাখি লং ড্রাইভে যাচ্ছি। কমেন্ট হবে এ রকম,
-কোপা সামসু!
-কোপায়া ভাজ কইরা ফালা।
এ রকম কমেন্টস দেইখা আপনি তো পুরাই ভচকায়া যাইবেন গা। মনে হইবো, যাইতেছি ঘুরতে এইহানে কোপা কুপির কি হইলো? নিজেরে কসাইয়ো মনে হইবার পারে!
এর কিছু দিন পর আইলো আবুল ঝড়। কথায় কথায় আবুল। কমন কিছু ডায়লগ হইতেছে:
-কিরে আবুল, কই যাস?
-তগোর লাহান আবুলের লাইগা আজ দেশের এই অবস্থা।
-কোন মেসির কথা কইতাছোস? হেতে তো মহা আবুল। নিজ দেশের খেলায় চোখে হারিকেন দেখে!
এইরকম অনেক আবর্তন বিবর্তনের পর এখন মহাসমারোহে চলছে, জাইত্তা ধইরা মাইরালা এবং আল্লাহ রশিটা ফালায়া দাও উইঠা যাই কমেন্টস দুইটা। ফেবুতে এইসব ডায়লগ দেয়ার পর নিজেরে অন্যরকম স্মার্ট মনে করে পোলাপাইন। ভাব দেখলে মনে হয় হেতির দাদায় টারজান আছিল। রশি বাইয়া ওঠা তার জন্য কোন ব্যপারই না। আবার জাইত্তা ধরনে এতোই পারদর্শী যে জাপানের সেরা সুমো কুস্তিগীরও হেতের কাছে হাতের পাঞ্চ বলের লাহান।
আসলে হুজুগে বাঙ্গালী নামটা খুবই যথার্থ। কোন একটা ইস্যু পাইলেই হইছে। আগেরটার কথা বিলকুল ভুইলা যায়। তবে কিছু ক্ষেত্রে তারা আবার এতোই এক্সট্রিমিস্ট, যে কথা ভুইলা যাওয়া উচিত তা জীবনে ভোলে না। বাঙ্গালীর আর একটা স্বভাব অনেক চমকপ্রদ। তারা সবকিছুতেই হাস্যরস খুজে পায়। ধরুন আপনি স্ট্যাটাস দিলেন, আপনার মোবাইল হারানো গিয়েছে। কমেন্ট হবে,
-ভাই পার্টি দেন; আপনার মোবাইল তার গার্লফ্রেন্ড লইয়া ভাগছে।
-কি কইতাছেন? আপনার মোবাইলটা তো আমি সানি লিওনের হাতে দেখছি একটুক্ষন আগে।
-ও মোর খোদা! এইয়্যা একটা কথা কইলেন? পুরাতন মোবাইল গ্যাছে নতুন আইবো।
এতো কিছুর পরও গর্বিত কন্ঠস্বরের উচ্চারণ, আমি বাঙ্গালী। আমারে কোপাইলেও আমি বাঙ্গালী! আমারে জাইত্তা ধরলেও আমি বাঙ্গালী! আই এম প্রাউড টু বি আ বাঙ্গালী।
বাঙ্গালীর সবচে বড় গুন কি
বাঙ্গালীর সবচে বড় গুন কি জানেন?
আমরা অতি সহজে সব গ্রহন করতে পারি!
ভাল-খারাপ যাচাই না করেই…
আমরা যাচাই করি বিপদে পরার পর!
এতো কিছুর পরও গর্বিত
:হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি:
😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀
============================================================
আমাদের সহজ সরল মনমানসিকতা
আমাদের সহজ সরল মনমানসিকতা আমাদের অহংকার!
কোপা আতিক
কোপা আতিক 😀
জাইত্তা ধইরা মাইরালা।
@ সৌরভ
জাইত্তা ধইরা মাইরালা।
@ সৌরভ
একেকবার একেক ডায়লগ বের হয়,
একেকবার একেক ডায়লগ বের হয়, কয়েকদিন চলে, আবার আরেকটা আসে। ইদানিং বেশি দেখছি এই ডায়লগটি
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
আতিক এখন সাভারে কুপাইতে কইচে
:এখানেআয়: :এখানেআয়: :এখানেআয়: :এখানেআয়: :এখানেআয়: :এখানেআয়:
==========================================================
আমি বাঙ্গালী। আমারে কোপাইলেও
মেরে ফেল, আমাকে চাকু দিয়ে ফেড়ে মেরে ফেল…
ও মোর আল্লাহ!
চাক্কু
ও মোর আল্লাহ!
চাক্কু ক্যান?
খাইছে রে।
ভাব দেখলে মনে হয় হেতির দাদায়
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
অচেনা যাত্রী @ আপনার প্রোফাইল
অচেনা যাত্রী @ আপনার প্রোফাইল পিকচার দেইখা মনে হইতেছে আপনি খুব ভালো ফুটবল খেলেন।
ভাই প্রোফাইল পিকচার নিয়া
ভাই প্রোফাইল পিকচার নিয়া গবেষণা নিতান্তই তুচ্ছ । ওটা অনুপ্রেরনা মুলক একটা ছবি ।
জোস তো
জোস তো 😀
ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই।