ঠোঁট মানুষের জীবনে সর্বপ্রধান অঙ্গের একটি। এ দ্বারা খাদ্য গ্রহণের রাস্তা উন্মোচিত হয়। নাকের দুই আঙ্গুল নিচ হতে উপর ও নিচে মোট একজোড়া ঠোঁট থাকে। সাধু ভাষায় এর নাম “ওষ্ঠ”।
যৌনতায় অন্য সকল স্থানের চেয়ে ঠোঁটের মুল্য বেশি। কারণ “চুম্বন” নামক প্রাথমিক যৌন সংযোগ ঠোঁট দ্বারাই সৃষ্টি হয়। এ কারণে সঠিক উপায়ে “চুম্বন”আজ একটি শিল্পে পরিণত হয়েছে।
বিভিন্ন প্রকার চুম্বনের বর্ণনা নিম্নে দেয়া হলঃ
১। লিপ-লক চুম্বনঃ প্রেমিক ও প্রেমিকা মুখ না খুলিয়া শুধু ঠোঁটদ্বয় স্পর্শ করিবেন।
২। ফ্রেঞ্চ কিসঃ ফ্রান্সের লোকেরা বেশি এই ধরনের চুম্বন গ্রহণ ও প্রদান করেন। ইহায় ঠোঁট ছাড়াও জিহবার ব্যবহার করা হয়।
৩। ঊর্ধ্বওষ্ঠ চুম্বনঃ এতে প্রেমিক বা প্রেমিকা শুধুমাত্র অপর জনের উপর ঠোঁটে চুম্বন করেন।
৪। নিম্নোষ্ঠ চুম্বনঃ এতে শুধু নিচের ঠোঁট ব্যবহার হয়।
৫। শ্বাস চুম্বনঃ এতে প্রেমিক বা প্রেমিকা চুম্বনের সময় একে অন্যের হইতে শ্বাস টানিয়া লইবার চেষ্টা করেন।
৬। পানীয় চুম্বনঃ এতে প্রেমিক বা প্রেমিকা কোন পানীয় মুখে লইয়া চুম্বনের সময় অপরের মুখে ঢালিয়া দেন।
৭। প্রজাপতি চুম্বনঃ এতে ঠিক চুম্বনের সময় প্রেমিক প্রেমিকা অতি দ্রুত একবার চোখের পলক খুলবেন এবং বন্ধ করবেন।
৮। স্পাইডারম্যান চুম্বনঃ এতে স্পাইডারম্যান স্টাইলে দুইজনের একজন উল্টো হইয়া চুমু খাবার চেষ্টা করেন।
৯। কামড় চুম্বনঃ এতে চুম্বনের সময় আলতো কামড় দেবেন প্রেমিক বা প্রেমিকা।
১০। ভ্যাম্পায়ার চুম্বনঃ এতে প্রথমে ঘাড়ে কিছুটা চুম্বন করিয়া আস্তে আস্তে ঠোঁটের দিকে আগাইতে হয়।
সূত্রঃ ইন্টারনেট
হায় আল্লাহ এতো চুমু বিশারদ
হায় আল্লাহ এতো চুমু বিশারদ !!!!!
মজা পাইলাম ।
:হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি:
======================================================
চুম্মা বিশেষজ্ঞ
চুম্মা বিশেষজ্ঞ !!!!!!!!!!!!!!!!!!!
আমি তো জানতাম ঠোঁট নিয়া ঘষলেই
আমি তো জানতাম ঠোঁট নিয়া ঘষলেই হয়, চুমাও যে এতো কিসিমের কেডা জানতো
একটা প্রস্ন ::
চুম্মা কি
একটা প্রস্ন ::
চুম্মা কি শুধু ঠোঁটেই দেয়া যায় অন্য কোথাও দেয়া যায় না ?????????????
===========================================================
বিয়া করা দরকার!
বাপ রে
বিয়া করা দরকার!
বাপ রে ক্যামনে বোঝামু আমারো মন চায়।
আমি শুনেছিলাম , আমার দাদা
আমি শুনেছিলাম , আমার দাদা আমার বাবাকে ক্লাস নাইনে পড়া অবস্থায় শখ করে বিয়ে দিয়েছিলেন ।
আর আমি এস এস সি পাস করেছি , কয়দিন পর এইস এস সি পাস করব অথচ আমার বিয়ে দেবার কোন লক্ষণই আমার বাবার মধ্যে ।
:মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
=====================================================================
হাহাহা সবার কী ভাব বাইড়ে গেলু
হাহাহা সবার কী ভাব বাইড়ে গেলু নাকি???
https://www.facebook.com/nishiddho.bochonshomuho
কত প্রকার চুমু রে ভাই
কত প্রকার চুমু রে ভাই !!!!!!!!!!!!!!!!!!! :-B :-B :-B
এই পোস্ট পড়ে আমাকে একজন
এই পোস্ট পড়ে আমাকে একজন ইতিমধ্যে মন্তব্য করে বসেছেন, আমার চুম্বানুভুতিতে আঘাত লেগেছে :O
https://www.facebook.com/nishiddho.bochonshomuho
চুম্বানুভুতিতে আঘাত । কই কি
চুম্বানুভুতিতে আঘাত । কই কি !!!!!! ওরে আম্রে কেও মাইরালা !@ !!!!! :হাসি: :হাসি: :হাহাপগে: :হাহাপগে:
(No subject)
😀 😀 😀 😀
(No subject)
:ভালুবাশি:
ha ha ha
ha ha ha
বাহ! এর আগেও চুম্বন নিয়ে
বাহ! এর আগেও চুম্বন নিয়ে পোস্ট দেয়া হয়েছিল। তবে আপনারটায় প্রকারভেদ বেশি। :))