ফেসবুকে যে কত রকম মানুষ আছে তার কোনো ইয়ত্তা নাই ।
কেউ আছে গুদু গুদু টাইপের । কেউ আছে মাইরা ছিইল্যা হোতায়ালামু টাইপের । এক স্কুলফ্রেন্ড , যে বাস্তবে বেশ পর্যায়ের গুন্ডা মাস্তান , ফেসবুকে মেয়েদের ছবিতে কমেন্ট দেখলে তা বোঝাই যায় না । আরেকটা আছে ফেসবুকে পুরা ঘাউরা ভাব নেয় , আদতে টানে টুনে এইট পাশ ।
তো একবার ক্লাসে চরম প্যারা খাইছে এক ফ্রেন্ড । সন্ধ্যার দিকে চ্যাটে নক করলাম ওরে ।
আমি : দোস্তো মন ভালা ?
ফ্রেন্ড : বাল
আমি : আরে কি হইছে কও তো
ফ্রেন্ড : বাল
আমি : ক না রে ব্যাটা
ফ্রেন্ড : বাল
আমি : আমি তর বাল লাগি ?
ফ্রেন্ড : বাল
আমি : দোস্ত তর বান্দুবীরে দেখছি
ফ্রেন্ড : কার লগে ?
আমি : ফেসবুকে দেখছি
ফ্রেন্ড : বাল !
এক ভার্সিটি আপুকে দেখি স্ট্যাটাস দিছে shit ! amar pone mara dilo
আমি লজ্জায় কিছু কইতেও পারতেছি না । আহারে বেচারী
আমি : কি হয়েছে
আপু : amar pone mara disa
আমি : কে ?
আপু : akta chele
আমি : কখন ? কিভাবে ?
আপু : daray silam rastay
আমি : ক্যামনে ?
আপু : nia dor disa
অতপর বুঝিলাম উহার ফোন মেরে দিছে । নাহ , আমি খারাপ হয়ে গেছি
গতকাল রাতে এক পিচ্চি ঘুরতে আসছে পাশের বাসায় । মাত্র কথা বলা শিখছে । আমাকে বলে , ”তোমো বালো আতো ?” আমি কইছি ”আমো বালো আতি ”
তারপর ফেসবুকে ঐরকম করেই একটা স্ট্যাটাস দিলাম । সবাই তো কনফিউজড কোন ভাষা । এরই মধ্যে ‘কনফিউজড নাজিয়া’ নামে একজন বলে সে নাকি কনফিউজড ! ভাই আমি কই যাই !
আরেকজন ঐ স্ট্যাটাসটা কপি করে স্ট্যাটাস দিয়ে বলে যে কেউ অর্থ উদ্ধার করতে পারে কি না । যাইয়া দেখি ওখানে Boka Manush নামে একজন লাইক দিয়া রাখছে !
তবে মাঝে কষ্ট লাগে যখন ”আমি পোক দেই না” নামের লোক পোক করে ।
তবে ”স্ট্যাটাস চোর” আসলেই স্ট্যাটাস চুরি করে কিনা জানতে মনে চায় 😀
# শুনলাম গুন্ডা মহাসেন বুধবার আমাদের দেশে আক্রমন করবে । তাকে প্রতিরোধের জন্য প্রস্তুত হয়ে আছে সদা জাগ্রত বাংলার সুন্দরী বাহিনী ।
সুন্দরীরা থাকে সুন্দরবনে । নার্গিস আইলা মহাসেন জমালা টাইপ অশুভ শক্তিকে প্রতিরোধ করে । কিন্তু আমরা কি তাকে বাঁচতে দেব না ?
সুন্দরীরা বেঁচে থাকুক ।
সুন্দরবন বেঁচে থাকুক ।
রামপাল প্রকল্প বাতিল করো ।
(No subject)
😀
অতপর বুঝিলাম উহার ফোন মেরে
:হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি:
==========================================================================
pon mara disa
pon mara disa 😀
সুন্দরীরা থাকে সুন্দরবনে ।
অতপর বুঝিলাম উহার ফোন মেরে
😀 😀 😀 😀 😀 😀
সুন্দরীরা বেঁচে থাকুক
:থাম্বসআপ: :তালিয়া: :তালিয়া: :তালিয়া:
(No subject)
🙂