নিজের অপারগতা রাখিতে গোপন,
করি মানুষের সমালোচনা,
ভাব নেই সদা যেন আমরা
সবকিছুতেই কৃতকর্মা ।
মোহাবিষ্ট হয়ে করি তব কোন জিনিসের বন্দনা ,
মোহ কাটিলে বলি মনে তব এই জিনিস তো ভাল না !
কিছু লিখিয়া,কিছু জানিয়া ভাবি নিজেকে জ্ঞানের আধার ,
দাম্ভিকতা !
–মহামান্য গুরুভাই-
———————
নিজের অপারগতা রাখিতে গোপন,
করি মানুষের সমালোচনা,
ভাব নেই সদা যেন আমরা
সবকিছুতেই কৃতকর্মা ।
মোহাবিষ্ট হয়ে করি তব কোন জিনিসের বন্দনা ,
মোহ কাটিলে বলি মনে তব এই জিনিস তো ভাল না !
কিছু লিখিয়া,কিছু জানিয়া ভাবি নিজেকে জ্ঞানের আধার ,
ভুলে যাই তব মানুষ করিবে আমার কাজের সমালোচনা ।
নিজের ব্যাপারে আমরা যেন সদা ষোল আনা,
মানুষের ব্যাপারে ভাবি আমরা বাকিরাই চার আনা ।
তবুও আমরা মানবজাতি !
সৃষ্টির মাঝে সেরা !!
মোহ কাটিলে বলি মনে তব এই
বাস্তবতা…
(No subject)
:ভাঙামন: :ভাঙামন:
সুন্দর লাগল কবিতাটা
সুন্দর লাগল কবিতাটা 🙂
ধন্যবাদ…
ধন্যবাদ…