ব্লগে আজকে লগিন করে যে কথাটি প্রথম মনে হল সেটা হল “সুন্দরবনকে ভুলে গেছি” ব্লগে যতবার ঢুকতাম ততবারই সুন্দরবনকে নিয়ে স্টিকি পোস্ট টা দেখতাম। একবার হলেও মনের মধ্যে সুন্দর বনের জন্য মন টা হু হু করে উঠত। আজকেও ব্লগে ঢুকে সুন্দর বনের জন্য মনটা হু হু করে উঠল। মনে হল জেন আমরা সুন্দরবনকে ভুলে গেছি। ইস্টিশন মাস্টারের দৃষ্টি আকর্ষণ করছি কোনভাবে কি সুন্দরবন নিয়ে ওই পোস্টটি আবার স্টিকি করা যায়? আমার আর কিছু বলার নেই। সুন্দরবন নিয়ে যা বলার তা ওই ব্লগার ভাই ই বইলা গেছে।
ঘূর্ণিঝড় “মহাসেন” এর প্রথম
ঘূর্ণিঝড় “মহাসেন” এর প্রথম প্রতিরোধ এই সুন্দরবন করবে…
জি ভাই, সুন্দরবনের জন্য
জি ভাই, সুন্দরবনের জন্য খারাপই লাগছে 🙁
ভুলি নাই ভাই, সুন্দরবন একটাই,
ভুলি নাই ভাই, সুন্দরবন একটাই, এইটারে ভুইলা গেলে চলব না
তার বদলে কি সুন্দরবন নিয়ে
তার বদলে কি সুন্দরবন নিয়ে তেমন আর একটা পোস্ট আমরা করতে পারি না???
কত রাজা মহাররাজা
কত রাজা মহাররাজা এল-গেল
সুন্দরবন রয়ে গেল!!
সুন্দরবন থাকবে, সুন্দরবন আছে, সুন্দরবন ছিল…
সুন্দরবন কে আমরা ভুল্লেও সে
সুন্দরবন কে আমরা ভুল্লেও সে আমাদের ভুলবে না