সেদিন একটি লোক আমার কাছে এসে টাকা চাচ্ছিলেন। আমি বললাম মাফ করবেন। দেখতে পারছেন না একটা কাজ করছি। কেন এসে বিরক্ত করছেন । আমার কথা শেষ হতে না হতেই লোকটি আমাকে বলল মাগো, I am graduated person & department of economics my subject, . BA (Honors) , MA (Masters) in National university . I was Madan Mohan College 4th class economics teacher & now retired person.
তখন আমি বললাম আপনি ভিক্ষা করছেন কেন?
সেদিন একটি লোক আমার কাছে এসে টাকা চাচ্ছিলেন। আমি বললাম মাফ করবেন। দেখতে পারছেন না একটা কাজ করছি। কেন এসে বিরক্ত করছেন । আমার কথা শেষ হতে না হতেই লোকটি আমাকে বলল মাগো, I am graduated person & department of economics my subject, . BA (Honors) , MA (Masters) in National university . I was Madan Mohan College 4th class economics teacher & now retired person.
তখন আমি বললাম আপনি ভিক্ষা করছেন কেন?
ভখন তিনি আমায় বললেন আমার wife মেডিকেল ভতি আছেন । ওনার ব্লাড ক্যানসার হয়েছে তাই ভিক্ষা করতে হচ্ছে । তখন পযন্ত আমি ওনার কথা বিশ্বাস করিনি। তারপর ওনি আমাকে Madan Mohan College এর পরিচয়পএ দেখালেন । তারপর আমি ওনাকে টাকা দেই আর তখন তিনি আমার এখান থেকে স্থান ত্যাগ করলেন।
কিন্ত আমার মনে 2 টি প্রশ্ন জাগল । 1. ওনার কি কোন ছেলে-মেয়ে নেই। 2. সারা জীবন তিনি চাকুরী করে কী করলেন ।
হয়তো প্রশ্নদু’টির উত্তর
হয়তো প্রশ্নদু’টির উত্তর একটাই: নিয়তির পরিহাস…
মাঝে মাঝে কিছু লোক সত্যি
মাঝে মাঝে কিছু লোক সত্যি সত্যি বড় কোন বিপদে পড়েই সাহায্যের জন্য হাত পাতে। কিন্তু হাজার হাজার ধাপ্পাবাজের মাঝে ওদেরকেও ঠিক বিশ্বাস করে না কেউ।
মনের কথাটা বলে দিয়েছেন। একটু
মনের কথাটা বলে দিয়েছেন। একটু কথা বার্তা বললেই কিন্তু আসল না ভুয়া সেটা ধরা যায়। কিন্তু সময় কই আমাদের? :মাথাঠুকি:
একটু কথা বার্তা বললেই কিন্তু
আতিক ভাই এর সাথে সহমত । আমরা নিজেদের গুটিয়ে আনছি ধীরে ধীরে । প্রসারিত করতে সময় প্রয়োজন । সত্য মিথ্যা নির্ণয়ের প্রয়োজন বোধ টুকুও এখন আমাদের মাঝে কাজ করে নাহ !!!!
আপনার প্রশ্নের উত্তর তো আপনি
আপনার প্রশ্নের উত্তর তো আপনি নিজেই দিয়েছেন শিরনামে…………….
তারপর ও এদেরকে সন্দেহ করা ঠিক না , আবার না করাও ঠিক না ।
==========================================================================
সময়টাই এখন এমন, কারে বিশ্বাস
সময়টাই এখন এমন, কারে বিশ্বাস করুম আর কারে করুম না এইটাই বুঝতে পারি না
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: