প্রতিটি বস্তুর যেমন ধর্ম আছে। তেমনি প্রতিটি মানুষের ধর্ম আছে। একটি বিশ্বাস নিয়েই বেঁচে আছে। হতে পারে তা প্রচলিত সকল ধর্ম বিশ্বাসের বাহিরে।ধর্ম একটা গন্ডির ভিতর মানুষকে আবদ্ধ করে আর জ্ঞান মানুষকে অসীম করে তুলে। প্রকৃত জ্ঞানীরা কোন একটি গন্ডীর মধ্যে আবদ্ধ হতে পারে।জ্ঞানীরা সর্বত্রই বিচরণ করে। মূর্খরা মনে করে আমি যা জানি তাই শ্রেষ্ট, তাই সত্য অন্য সব মিথ্যা। অন্যের জানাকে তারা পাত্তাই দিতে চায়না।জানার প্রবল আগ্রহ নিয়ে জ্ভানীদের বিচরণ আর আমারমত মূর্খরা আমি সঠিক বলে অন্যকে জানতেই চাই না। তাইতো আমার মতটি প্রতিষ্ঠা করতে প্রয়োজনে যুদ্ধ ঘোষনা করি।যুগে যুগে এমন জ্ঞান পাপীরা ছিল এবং থাকবে।কখনোই মশৃণ হবেনা পথ চলা।তবুও আমাদের এগিয়ে যেতে হবে।
থীমটা সুন্দর। তবে ব্লগপোস্ট
থীমটা সুন্দর। তবে ব্লগপোস্ট আরও বিস্তারিত হলে ভাল হয়…
ক্লান্ত কালবৈশাখীর সাথে একমত।
ক্লান্ত কালবৈশাখীর সাথে একমত।