২ টা জিনিস নাকি কখনো লুকানো যায় না। একটা হইল প্রতিভা আর এক চুলকানি। আমরা আবার এক কাঠি সরেশ আমরা চুলকায়লেও চুলকাই । না চুল্কাইলেও ঘসতে থাকি। কেও যখন একটা ভাল কিছু করেন তখন সাথে সাথে তারে আমরা বেশ বাহবা দিয়ে থাকি । তার কিছুদিন পর শুরু হয় চুলকানি। এরে তো ভাল ভাবছিলাম এই হেন করে কেনো তেন করে কেন??? পলিটিশিয়ানদের নিয়ে চুল্কাইতে পারে কারন ওনারা বেশিরভাগই খুব ভাল রকম এর এলারজি। কিন্তু চুলকানি যে ভালো মত আমাদের পাইছে সেটা বুঝা যায় যখন দেখি সবখানে আমাদের চুল্কাইতে আছে। ইউনুছ রে দেখলে চুলকাই, জাফর ইকবাল রে দেখলে চুলকাই, মুন্নি সাহা রে দেখলে চুলকাই ,আশরাফুলের ব্যাটিং দেখলে চুলকাই, অনন্ত জলিল রে দেখলে চুলকাই, আরিফ আর হোসাইন রে দেখলে চুলকাই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি,সবখানে খালি চুলকানি আর চুলকানি।
আজ সাভার দুর্ঘটনাতে উদ্ধার হওয়া রেশমাকে নিয়া অনেকের এত চুলকানি দেখলাম মেজাজটাই খারাপ হয় গেল।
পরিমিত পরিমান চুলকানি শরীর ও মন কে শান্তি দেয় টিক কিন্তু অতিরিক্ত চুল্কাইলে যে ঘা হই যাবে সেটা খিয়াল কইরা চুল্কাইবেন সবাই।
রেশমার বিষয়টা নিয়ে সত্যিই
রেশমার বিষয়টা নিয়ে সত্যিই ত্যাক্ত বিরক্ত…
শান্তি নাই , শান্তি নাই ।
শান্তি নাই , শান্তি নাই । মরলেও শান্তি নাই , বাইচ্চা থাকলেও শান্তি নাই … :ভাঙামন: :ভাঙামন: :ভাঙামন:
, জাফর ইকবাল রে দেখলে চুলকাই
এটা যাদের হয় তারা ছাগু সমাজের প্রতিনিধি । :ভাবতেছি: :ভাবতেছি: :ভাবতেছি:
ইদানিং কিছু সুশীলরেও এই
ইদানিং কিছু সুশীলরেও এই কাতারে পাইছি … :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
বেশী চুলকানো ভাল না ! তাই
বেশী চুলকানো ভাল না ! তাই চুলকাচুলকি একটু কম করেন ! নইলে চুলকাইতে চুলকাইতে চুলকানোর জায়গা পঁচে যাবে…..