ধর্মের অপব্যবহার করে ধর্মেরপ্রতি বিদ্বেষী করে তুলছে যারা তারাই মুলত ধর্মের ক্ষতি করছে। যেমন করেছে বাংলা ভাই, শায়েক আবদুর রহমান, ওসামা বিন লাদেন এমই হাজারো নাম লিখতে পারবেন। তাই ধর্মের নামে অপধর্ম থেকে সরে না আসলে মানুষ ধর্ম বিদ্বেষী হবেই। ধর্ম মানুষকে রক্ষা করে মানুষ ধর্মকের রক্ষা করতে গেলেই বিপদ।
ধর্মের অপব্যবহার করে
লাইন টা ভাল লাগল অনেক , । তবে পরবর্তীতে ব্লগ আর একটু বিস্তারিত লিখবেন । শুভকামনা রইল । 🙂
থীমটার সাথে সহমত।
কিন্তু,
থীমটার সাথে সহমত।
কিন্তু, ব্লগপোস্ট আর একটু বিস্তারিত এবং যুক্তিপূর্ণ হলে ভাল হয়…
প্রচলিত ধার্মিকরাই পারে
প্রচলিত ধার্মিকরাই পারে ধর্মের নামে মানুষ খুন করতে।মসজিদ মন্দির গুড়িয়ে দিতে,সহিংসতা ছড়িয়ে দিতে।।যা নাস্তিকরা পারে না।তাহলে নাস্তিকেরও ধর্ম আছে।যা আস্তিকের নাই।ধৃ ধাতু থেকে ধর্মের উৰপত্তি যা মানুষকে ধারন করে।এখন জোর করে ধার্মিকরা ধর্মকের ধারন করতে শুরু করেছে।এ পৃথিবীটা ধার্মিকদের না হয়ে কবে মানুষের হবে।
এটাও ব্লগ পোস্ট! ভাবতেই অবাক
এটাও ব্লগ পোস্ট! ভাবতেই অবাক লাগছে !